HomeভারতDA News: এবার এই কর্মীদের ডিএ বাড়ল ২.৬৩ শতাংশ! কোন কর্মীর কত...

DA News: এবার এই কর্মীদের ডিএ বাড়ল ২.৬৩ শতাংশ! কোন কর্মীর কত টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধি? দেখেনিন পুরো হিসাব

স্কেল ৪-র কর্মীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির অঙ্কটা ৩,৫০০ টাকা থেকে ৪,৪০০ টাকার মধ্যে রয়েছে। স্কেল ৫-র কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম ডিএ বৃদ্ধি পাচ্ছে ৪,১০০ টাকা।

DA News: সম্প্রতি আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে কেন্দ্র সরকার। এরপরেই বিভিন্ন রাজ্যে সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছেন। এবার ব্যাঙ্ককর্মীদের জন্য ডিএ ঘোষনা করা হল। ব্যাঙ্ককর্মীদের ২.৬৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA ) বৃদ্ধি পেয়েছে বলে জানালেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্য়াসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটচেলাম।

ডিএ বৃদ্ধি নিয়ে তিনি জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বর থেকে ১৯.৮৩ শতাংশ ডিএ কার্যকর হয়েছে। আগে সেটা ছিল ১৭.২ শতাংশ। অর্থাৎ ২.৬৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে।

ব্যাঙ্ককর্মীর ডিএ কতটা বৃদ্ধি পেল?

‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্য়াসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক ডিএ বৃদ্ধি নিয়ে জানিয়েছেন, সাবস্টাফের ক্ষেত্রে ন্যূনতম ৭০০ টাকা ডিএ বেড়েছে। আর সর্বাধিক ডিএ বৃদ্ধি পেয়েছে ১,৮০০ টাকা। আবার ক্লারিকাল পদের কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৮৭০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে। আর সর্বোচ্চ অঙ্কটা ৩,৩৭০ টাকা।

পড়ুন:  সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা না হলেও একলাফে এই ভাতা বাড়ছে ২৫%, জারি হল মেমো

স্কেল ১-এ যে কর্মীরা আছেন, তাঁদের ন্যূনতম ১,৬০০ টাকা বেড়েছে। সর্বোচ্চ ৩,৬০০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে। স্কেল ২-র কর্মীদের ২,২০০ টাকা থেকে ৪,১০০ টাকার মধ্যে ডিএ বেড়ছে। স্কেল ৩-র কর্মীদের ডিএ বৃদ্ধির অঙ্কটা ২,৯০০ টাকা থেকে ৪,২০০ টাকার মধ্যে আছে।

পড়ুন:  BIG NEWS: জারি হল কমলা সতর্কতা, রাজ্যে কেমন পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব? যা বলছে আবহাওয়া দফতর

স্কেল ৪-র কর্মীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির অঙ্কটা ৩,৫০০ টাকা থেকে ৪,৪০০ টাকার মধ্যে রয়েছে। স্কেল ৫-র কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম ডিএ বৃদ্ধি পাচ্ছে ৪,১০০ টাকা। আর সর্বোচ্চ ডিএ ৪,৮০০ টাকা বেড়েছে। স্কেল ৬ এবং স্কেল ৭-র কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন মহার্ঘ ভাতা ৪,৯০০ টাকা বৃদ্ধি পেয়েছে। স্কেল ৬ এবং স্কেল ৭-র কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ডিএ বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!