শিক্ষক নিয়োগ: সরাসরি ইন্টারভিউয়ের মাধম্যে রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ চলছে, মাসিক বেতন ১২০০০ টাকা

16934
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে গেস্ট টিচার নিয়োগ চলছে, মাসিক বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

শূন্যপদ

ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার – TGT পদে নিয়োগ দেওয়া হবে। মোট শূন্যপদ ৩টি।

পড়ুন:  Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ?

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BA/B.Sc, B.Ed ডিগ্রি অর্জন করতে  হবে। এছাড়া আবেদনকারীদের শারীরিক দিকে সক্ষম হতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছরের উপরে ও ৩৮ বছরের নীচে হতে হবে। এখানে আবেদন কারীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

পড়ুন:  SSC: 'নথি হারিয়ে ফেলার শাস্তি...', এসএসসি টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে যা জানালেন এসএসসি আধিকারিক

মাসিক বেতন

নিয়োগ প্রাপ্ত প্রার্থীকে প্রতি মাসে ১২,০০০/- টাকা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.paschimbardhaman.gov.in পোর্টাল থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে। কোনরকম আবেদনমূল্য জমা করতে হবে না। আবেদনের শেষ তারিখ – ০৫/১১/২০২৪।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

পড়ুন:  ১১৭৫৮ শূন্যপদে ৯৫৩৩ জনকে শিক্ষক পদে নিয়োগ! বাকি ২ হাজার ৮০০ শূন্যপদে কি হবে? হলফনামা দেওয়ার নিদের্শ

PO-cum-DWO, BCW & TD, পশ্চিম বর্ধমান, 1st Floor/2nd Floor, SDO অফিস বিল্ডিং আসানসোল-713304।

Official Website View Now
Official PDF Link Download