Homeপশ্চিমবঙ্গএবার বদলে গেল নিয়ম! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের, লাভ...

এবার বদলে গেল নিয়ম! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের, লাভ হবে?

রাজ্যের তরফে বলা হয়েছে, কেন্দ্রের নিয়মকে মান্যতা দিয়েই এই নির্দেশিকা জারি হয়েছে। এরই সাথে অর্থ দফতরের দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যেই যাদের জিপিএফে....

নিউজ ডেস্ক: এবার শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি অর্থ দফতরের। জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (GPF) বছরে সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিল অর্থ দফতর। সম্প্রতি এক নির্দেশিকা জারি করে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে অর্থ দফতর।

রাজ্য তরফে দেওয়া নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, এবার থেকে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা করতে পারবেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এতদিন কেউ চাইলে নিজের মূলবেতনের (বেসিক) সমপরিমাণ অর্থ জমা করতে পারতেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। তবে এবার থেকে শিক্ষকদের জন্য বাৎসরিক সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিল অর্থ দফতর। চলতি বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে।

রাজ্যের তরফে বলা হয়েছে, কেন্দ্রের নিয়মকে মান্যতা দিয়েই এই নির্দেশিকা জারি হয়েছে। এরই সাথে অর্থ দফতরের দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যেই যাদের জিপিএফে পাঁচ লক্ষ টাকার বেশি অর্থ জমা পড়েছে, তাদের সঞ্চয়ের জন্য মাসিক যে অর্থ কাটা হয় তা এবার থেকে যাতে না নেওয়া হয়।

এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “শিক্ষক কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে টাকা জমা করার একটা ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজনীয়তা রয়েছে তবে একটা বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ দিতে হয়।”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!