তবে কি ১০ বছরের প্রতীক্ষার অবসান হবে ডিসেম্বরেই? এ মাসেই বসতে পারে বেতন কমিশন নিয়ে বৈঠক! যা জন গেল

নয়া বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। এই নিয়ে নভেম্বর মাসেই একটি বৈঠক...

2382
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: তবে কি ১০ বছরের প্রতীক্ষার অবসান হবে ডিসেম্বরেই? এ মাসেই বসতে পারে বেতন কমিশন নিয়ে বৈঠক। ১০ বছর পার হতে চলল, তবে এখনো অবধি নতুন পে কমিশন গঠন হয়নি। ২০২৪ সাল শেষ হওয়ার আগে অষ্টম বেতন পে কমিশন (8th pay commission) গঠনের দাবি জানিয়ে আসছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এই মর্মে নভেম্বরে বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। এবার এই বৈঠক নিয়েই প্রকাশ্যে এল বড় আপডেট যা আপনারও শুনে নেওয়া জরুরি।

পড়ুন:  তবে কি শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচারদের বেতন বৃদ্ধির ঘোষনা হবে রাজ্য বাজেটে?

নয়া বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন কবে গঠন হবে এই নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখেছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির। এই নিয়ে নভেম্বর মাসেই একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়। এই আবহে ডিসেম্বরে এই বৈঠকটি হতে পারে বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

কেন নভেম্বরে বৈঠক হল না?

ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির প্রধান হলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। এছাড়াও আরও বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা এর সদস্য। জানা গিয়েছে, কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতরের সচিবের সম্প্রতি বদলি হয়েছে। এর জেরেই নভেম্বরে এই জেসিএম বৈঠক হয়নি। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, ডিসেম্বরে কী শেষমেষ বৈঠক হবে? সেদিকে নজর থাকবে সকলের।

পড়ুন:  আরও একটি ছুটি ঘোষণা! জাতীয় ছুটির তালিকায় জুড়ল আরও ১ দিন, ছুটি কবে পাবেন?

যা জানাচ্ছে কেন্দ্র সরকার

অষ্টম বেতন পে কমিশন নিয়ে এই মর্মে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বড় কথা বলেছেন। তিনি জানান, বর্তমানে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। বস্তুত, ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে নতুন বেতন কমিশনের কথা ঘোষণা করার কথা ভাবছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: সব দাবিপূরণ হবে! DA বৃদ্ধির জল্পনার মধ্যেই বড় বার্তা রাজ্য সরকারি কর্মীদের নেতার