Home পশ্চিমবঙ্গ এবার মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের! গ্রেফতার হবেন বিজেপির রাজ্য সভাপতি?

এবার মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের! গ্রেফতার হবেন বিজেপির রাজ্য সভাপতি?

842

নিউজ ডেস্ক: এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরূদ্ধে মামলা দায়ের করা হল। একযোগে‘হিংসা’র নয়টি ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ, মন্ত্রী সুকান্তের বিরুদ্ধে এফআইআর করল টিএমসিপি। তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে সুকান্তের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।

ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে। এই অবস্থায় রাজ্যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে টুইটারে ‘ভুয়ো ছবি’ এবং ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ পোস্ট করার অভিযোগ উঠল সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বাইরের রাজ্যের, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর অশান্তির ছবি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে সুকান্তের বিরুদ্ধে। এই অভিযোগ, সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্তের বিরুদ্ধে কয়েকটি থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল।

টিএমসিপির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সুকান্ত মজুমদার তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন যা মিথ্যা এবং সাম্প্রদায়িক উস্কানিতে ভরা ছিল। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হল। আগামীকালও (মঙ্গলবার) বিভিন্ন থানায় এই একই বিষয়ে নিয়ে এফআইআর হবে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য বিজেপির সোস্যাল মিডিয়ায় পাতায় রবিবার কিছু টুকরো টুকরো অশান্তির ছবি একত্রিত করে পোস্ট করা হয়েছিল। সুকান্ত মজুমদারও সেই ছবি পোস্ট করেন। যদিও পোস্টটি ‘ফেক’ (ভুয়ো) বলে রবিবারই জানায় রাজ্য পুলিশ। বিজেপির পোস্টে ঘটনাগুলি বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ের বলে দাবি করা হয়েছিল। পাল্টা প্রচার শুরু হওয়ার পরেই সুকান্ত ওই বিতর্কিত পোস্ট মুছে দিয়েছিলেন। 

পড়ুন:  বড় খবর: 'আমি জঙ্গি? চিঠি লিখব প্রধানমন্ত্রীকে, এখনও আমরা...’, বিধানসভা থেকে শুভেন্দুকে নিয়ে বিরাট মন্তব্য মমতার