নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। চাকরিহারিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। তবে শিক্ষকের অভাবে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন প্রবল ভাবে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় প্রধান শিক্ষকদের একাংশ মনে করছে অস্থায়ী শিক্ষক নিয়োগ ছাড়া চালানো যাবে না স্কুলের পঠন-পাঠন। স্কুলের পড়াশোনা চালিয়ে যেতে অস্থায়ী নিয়োগ ছাড়া উপায় নেই বলেই মনে করছেন বড অংশের শিক্ষক এবং শিক্ষাবিদেরা।
এই অবস্থায় সমাধান খুঁজতে একাধিক স্কুল অস্থায়ী শিক্ষক নিয়োগের ভাবনাচিন্তা শুরু করছে। কিন্তু তাতে ‘বাধা’ দিচ্ছেন সদ্য চাকরিহারারা। নিয়োগ নিয়ে আইন জটিলতা না-কাটা পর্যন্ত অস্থায়ী কোনও নিয়োগ করা যাবেনা বলে দাবি করছেন সদ্য চাকরিহারারা।
জানা গেছে, শিলিগুড়ির একটি স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগের আলোচনা শুরু হয়েছিল। তবে ওই স্কুলের তিন চাকরিহারা শিক্ষক এসে প্রধান শিক্ষককে বলে গিয়েছেন, অস্থায়ী শিক্ষক নিয়োগ হলে তাঁরা স্কুলের দুয়ারে অবস্থানে বসবেন।
জলপাইগুড়ির আরও একটি স্কুলে পরিচালন সমিতির বৈঠক ছিল, সেখানে অস্থায়ী নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রাতেই চাকরিহারারা পরিচালন সমিতির সভাপতির বাড়িতে গিয়ে কার্যত দাবি জানিয়ে এসেছেন, নিয়োগ নিয়ে আইন জটিলতা না-কাটা পর্যন্ত অস্থায়ী কোনও নিয়োগ নয়। এই পরিস্থিতিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ নিয়ে স্কুলগুলি এক পা পিছিয়ে গিয়েছে।
গোটা পরিস্থিতি নিয়ে জলপাইগুড়ির একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, “অস্থায়ী নিয়োগ নিয়ে চাকরিহারাদের দাবি অযৌক্তিক বলা যায় না। যদি অস্থায়ী নিয়োগ হয় এবং চাকরিহারাদের চাকরি ফিরে পাওয়ার আইনি পথ বার না হয়, তবে তো ছেলে-মেয়েগুলোর আমও যাবে বস্তাও যাবে।”
এদিকে, ৬০ জন ‘চাকরিহারা’ বাসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটি ছোঁবে। বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধরনার কর্মসূচি। আগামী বুধবার দিল্লিতে যন্তরমন্তরে ধরনায় বসতে চলেছেন এরাজ্যের যোগ্য চাকরিহারাদের একাংশ। দিল্লি যেতে গিয়ে তাঁরা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন, সেখানে তাঁরা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গিয়েছে।
চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে, ৭ মে-র পর আমরণ অনশনের ডাক দিয়ছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার বিষয়টি শেষপর্যন্ত কতদূর গড়ায়।