এবার দুই শিক্ষকের বিরূদ্ধে বিরাট অভিযোগ এল! বড় পদক্ষেপ রাজ্য পুলিশের

1425
প্রাথমিক শিক্ষক নিয়োগের গৌতম পাল

নিউজ ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর খবর সামনে এল। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়ার অভিযোগ আসতেই বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

সম্প্রতি মালদহ জেলার এক স্কুলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। এই নিয়ে রাজ্য পুলিশের দুর্নীতিরোধী শাখা প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে। দুইজন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে শিক্ষকতা করছেন শিক্ষকরা। 

জানা যাচ্ছে, তাঁরা ২০১৫ সালে টিচার এবিলিটি টেস্ট (টেট) উত্তীর্ণ হয়েছেন। ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে ২০১৭ সালে কাজে নিযুক্ত হয়েছেন। এমন অভিযোগ ওঠার পরই রাজ্য পুলিশের তরফে পর্ষদের কাছে চিঠি যায়। ওই দু’জন শিক্ষকের নাম, বাড়ির ঠিকানা-সহ বিস্তারিত তথ্য উল্লেখ করেই চিঠি পাঠানো হয়েছে। এর পরই মালদহের জেলা প্রাথমিক রাজ্য পর্ষদের চেয়ারম্যানকে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে পর্ষদ।

এই প্রসঙ্গে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘‘ক্রিমিনাল ব্রাঞ্চ থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে মালদহের দু’জন শিক্ষকের বিরুদ্ধে। আমরা সংশ্লিষ্ট জেলায় তা তদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট এলে বিশদ জানা যাবে।’’

পড়ুন:  পূর্বের ৮৫টি ছুটি ফিরিয়ে এনে বাস্তবসম্মতভাবে গরমের ছুটি বাড়ানো হোক! যে দাবি সামনে এল