২৫ জন গ্রুপ সি কর্মী নিয়োগ করবে এই জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

163
সরকারি চাকরি নিয়োগ

সরকারি চাকরি নিয়োগ

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ২৫ জন গ্রুপ সি কর্মী নিয়োগ করবে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বিভাগ, আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।  জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

শূন্যপদ

বলা হয়েছে, গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৫টি।

বেতন

পড়ুন:  Assistant Professor: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ১১৭টি শূন্যপদে সহকারী এবং সহযোগী অধ্যাপক পদে নিয়োগ, যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি জেনেনিন

কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। কাজের মেয়াদ প্রথমে এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

বয়স

আগে রাজ্যের সরকারি চাকরি করেছেন, এমন অবসরপ্রাপ্ত কর্মীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে।

পড়ুন:  বড় খবর: SSC শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু নিয়ে বড় খবর সামনে এল, এর মধ্যেই শেষ হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া

আগামী ২৩ সেপ্টেম্বর ইন্টারভিউ হবে বেলা ১২টা থেকে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিতে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের দিন যেতে হবে। 

পড়ুন:  চাকরির খবর: স্নাতক যোগ্যতায় রাজ্যে ৩৬টি শূন্যপদে নিয়োগের সুযোগ, মাসিক বেতন ১৬ হাজার টাকা