Homeপশ্চিমবঙ্গমমতাকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা, DA না দিয়ে কত সাশ্রয় করেছে পশ্চিমবঙ্গ...

মমতাকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা, DA না দিয়ে কত সাশ্রয় করেছে পশ্চিমবঙ্গ সরকার? প্রকাশ্যে হিসেব

নিউজ ডেস্ক: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ঘোষণায় কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়। এরজন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্যজুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান মানস ভুঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েকের তরফে একটি বার্তা পৌঁছে গিয়েছে জেলায় জেলায়।  

সেখানে বলা হয়েছে, আগামী সোমবার রাজ্যের জেলাশাসক, মহকুমা, ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেড কোয়র্টার, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট, রিজিওনাল অফিসগুলিতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে। ছোট সভা, গেট মিটিং, মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায়। পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে। সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে।

তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সভাপতি শ্যামল কুমার মিত্র সংবাদ মাধ্যমে একটি চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘রাজ্য সরকার বলছে, ডিএ না দিয়ে সেই অর্থ উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। ২০১১ সালের জুন মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ডিএ-খাতে সরকার সাশ্রয় করেছে ২ লক্ষ ১৯ হাজার কোটি টাকা।’ শ্যামল কুমার মিত্রের দাবি, ডিএ-র টাকা দিয়ে রাজ্য সরকার যদি উন্নয়নের কাজ করে থাকে, তাহলে কাজের কৃতিত্ব কর্মীদেরকেই দেওয়া হোক।

বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএ-র বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম ১২৫ শতাংশ দিতাম। এখন আবার ৪ শতাংশ বাড়ানো হল। ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ। কেন্দ্রীয় সরকার কিছু না করলে তারা চুপ থাকে…’

৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক রইল ৩৫ শতাংশ। এই প্রসঙ্গে মমতা জানান, এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিনে সবটা হয় না। আমরা সবটাই ক্লিয়ার করব। ফেজ় বাই ফেজ় হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে, দেবো। পে কমিশনের টাকা-সহ এই ডিএ। ভবিষ্যতে আরও পাবেন। আমরা সবটাই ক্লিয়ার করব।’ 

পড়ুন:  SSC-DA: ‘হাইভোল্টেজ’ মঙ্গলবার নিয়ে জোড়া চাপে রাজ্য সরকার, মিলবে কি 'সুপ্রিম' সুরাহা?
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments