Homeচাকরির খবরস্পেশ্যাল এডুকেটর নিয়োগ রাজ্যে, নিয়োগ বিধিতে বড় পরিবর্তন, দেওয়া হবে OMR-এর ডুপ্লিকেট...

স্পেশ্যাল এডুকেটর নিয়োগ রাজ্যে, নিয়োগ বিধিতে বড় পরিবর্তন, দেওয়া হবে OMR-এর ডুপ্লিকেট কপি

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। স্কুলে স্কুলে স্পেশ্যাল এডুকেটর বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার । এর জন্য নিয়োগ বিধি প্রস্তুত করেছে রাজ্য। নয়া বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য। 

এবারে দশ বছর জন্য ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে চায় রাজ্য। সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় OMR নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্যকে। এই অবস্থায় ১০ বছর OMR সংরক্ষণ করা হবে। OMR সংরক্ষণের বিষয়টি আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবারে প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে OMR-এর ডুপ্লিকেট কপি। ১০০ টি শূন্যপদের জন্য ১২০ জনকে ডাকা হবে। এতদিন ১০০টি শূন্যপদের জন্য ১৪০ জনকে ডাকা হতো।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার স্পেশ্যাল এডুকেটের নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। এতদিন স্কুলে স্কুলে স্পেশ্যাল এডুকেটর হিসেবে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো। এবার স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য। এই মুহূর্তে প্রাথমিক স্তরে সার্কলভিত্তিক প্রায় ১১০০ জন স্পেশ্যাল এডুকেটর চুক্তিতে নিযুক্ত রয়েছেন বর্তমানে।

প্রসঙ্গত উল্লেখ্য, স্পেশ্যাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরএসআই) অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশ্যাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। এত দিন পর্যন্ত এই স্পেশ্যাল ডিগ্রি পাওয়া শিক্ষকেরা সাধারণ শিক্ষকের মতোই নিযুক্ত হতেন। বর্তমানে স্পেশ্যাল বিএড বা ডিএলএড-সহ সহকারী শিক্ষক হিসাবে ৩৯১ জন রয়েছেন বলে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পড়ুন:  ৫০ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে! নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments