সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে, হোলির আগেই ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত! কত শতাংশ?

3187
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: ভারত সরকার সম্প্রতি 8ম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে, যা প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীদের বেতন এবং পেনশন বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ফের সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। খুব শীঘ্রই বাড়তে পারে ডিএ।

পড়ুন:  দ্রুতগামী গাড়ি পিষে দিল, ঘটনাস্থলেই মৃত্যু হল এক স্কুল শিক্ষকের, শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়

জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসেই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে হোলির আগে তাদের মুখে বাড়তি হাসি ফুটতে পারে। এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে ২ শতাংশ হারে বাড়তে পারে ডিএ। তবে সেটা ৩ শতাংশও হতে পারে। হোলির আগেই এই সুখের খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরে দুবার করে ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রথম ডিএ ঘোষণা করা হয় জানুয়ারি থেকেই।যদি এবার ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে তাহলে তাদের ডিএ ৫৩ শতাংশ থেকে বেড়ে হবে ৫৫ শতাংশ। এই টাকা তারা পাবেন বেসিকের উপরেই। চলতি বছরে হোলির দিন পড়েছে ১৪ মার্চ। তার আগে এই সুখের বার্তা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

এর আগে ডিএ বেড়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেইসময় তারা ৩ শতাংশ হারে বর্ধিত ডিএ পেয়েছিল। ফলে ৫০ শতাংশ থেকে একলাফে এই ডিএ হয়েছিল ৫৩ শতাংশ। 

পড়ুন:  NEET UG 2025: NTA সংশোধিত পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করল, বাতিল করা হল ঐচ্ছিক প্রশ্ন