DA: ২৫ শতাংশ ডিএ দেওয়া নিয়ে বড় মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, যা জানালেন তিনি

18572
বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। অবিলম্বে বকেয়া ডিএ-র এই ২৫ শতাংশ পাওয়ার আশায় রয়েছেন এরাজ্যের রাজ্য সরকারি কর্মীরা।

এই প্রেক্ষাপটে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ডিএ কর্মচারীদের অধিকার এবং সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিকাশ বাবু বলেন, ডিএ সরকারি কর্মচারীদের বৈধ অধিকার, এটি সরকারের দয়া বা ভিক্ষা নয়। কর্মচারীদের ডিএ প্রদান করা রাজ্য সরকারের প্রাথমিক এবং নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য সরকার যে আর্থিক সঙ্কটের কথা বলছে, তা ডিএ না দেওয়ার একটি অজুহাত মাত্র।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: সব দাবিপূরণ হবে! DA বৃদ্ধির জল্পনার মধ্যেই বড় বার্তা রাজ্য সরকারি কর্মীদের নেতার

তিনি প্রশ্ন তুলেছেন, সরকার যদি উৎসব বা অন্যান্য অপ্রয়োজনীয় খাতে বিপুল অর্থ ব্যয় করতে পারে, তবে কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে অপারগতা কেন? আদলে রাজ্য সরকার বাজেট সঠিকভাবে পরিচালনা করছে না এবং ডিএ-র মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আসলে জনদৃষ্টি ঘোরানোর কৌশল বলে তিনি মনে করেন। ডিএ মামলা এড়িয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই আইনি লড়াইয়ে প্রচুর অর্থ ব্যয় করেছে।

পড়ুন:  BIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল SSC, বিস্তারিত জেনেনিন এক ক্লিকেই

প্রতিবাদের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে তিনি বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, কর্মচারীদের তাঁদের বকেয়া ডিএ আদায়ে সম্ভবত বৃহত্তর এবং শক্তিশালী গণ-আন্দোলনের পথে হাঁটতে হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত ১৬ই মে, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী, রাজ্যকে ৬ সপ্তাহের মধ্যে, যার মধ্যে ২ সপ্তাহের বেশি অতিবাহিত হয়ে গেছে, কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। এর ফলে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন।