নিউজ ডেস্ক: বাংলার সরকারি কর্মীদের বেতন বঞ্চনা বেড়েই চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের পরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মাত্রা যেন আরও বৃদ্ধি পেয়েছে। মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে তাঁরা ফের রাস্তায় নামছেন।
রাজ্য সরকারের ‘অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী’ – এমনই ভাষায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা (DA) আন্দোলনের অন্যতম ‘মুখ’ নির্ঝর কুণ্ডু। যাঁরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আগামী ২৭ জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন। সেদিন মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, যেখানে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সেই কাজটা করতে ব্যর্থ হচ্ছে। এই মুহূর্তে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ মাত্র ১৪ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ কম ডিএ পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘এই রাজ্যের একটি মহল থেকে যে রটানো হচ্ছিল যে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন তুলে দেবে? সবটাই তাহলে ভয় দেখানো? আসলে মানুষকে বশবর্তী করে রাখার বাসনা থেকে এসব আসে। কিন্তু ভুলে যায় যে সময় সব প্রমাণ করে দেয়।’
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে। চালিয়ে যাওয়া হবে অবস্থান-বিক্ষোভ। আর সেই আন্দোলনের অংশ হিসেবেই ২৭ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীরা রাস্তায় নামবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা।