Homeপশ্চিমবঙ্গ'তবে ডিএর কথা শোনান নি...,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই এল...

‘তবে ডিএর কথা শোনান নি…,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই এল বড় দাবি

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। ফলে এই মুহূর্তে এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন।

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে DA মামলার শুনানির আগেই সামনে এল বড় আপডেট। মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

তিনি বলেছেন, ‘রাজ্য সরকার তিন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ৫০,০০০ কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে সরকার তরফে জানানো হয়েছিল বকেয়া ডিএ দিতে হলে প্রায় ৪২,০০০ কোটি টাকা খরচ হবে। অথচ এই বকেয়া ডিএ কর্মচারীদের হকের পাওনা।’

এরই সঙ্গে কটাক্ষ করে মলয়বাবু আরও বলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ না দিয়ে এই সরকার ডিএয়ের টাকা লক্ষ্মী ভাণ্ডার-সহ খেলা-মেলায় খরচ করছে। আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাটি ডিসমিস করলে আমরা ডিএ আদায় করেই ছাড়ব।’

তিনি আরও বলেন, ‘এবারও তিনি বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে গিয়েছিলেন বটে, তবে এবার ০১|০১|২৫ থেকে কোনও ডিএর কথা শোনান নি!’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। ফলে এই মুহূর্তে এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments