Homeপশ্চিমবঙ্গঅবসরের মাত্র ১৫ ঘণ্টা আগে শিক্ষকের মৃত্যু, ছেলেকে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা...

অবসরের মাত্র ১৫ ঘণ্টা আগে শিক্ষকের মৃত্যু, ছেলেকে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: অবসরের মাত্র ১৫ ঘণ্টা আগে মৃত্যু, বাবার চাকরি ছেলেকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। অনুকম্পাজনিত নিয়োগের শর্তে প্রধান শিক্ষকের ছেলেকে সেই চাকরি দিতে বলল কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছে আগামী সাতদিনের মধ্যে ওই যুবককে তাঁর ব্যক্তিগত নথিপত্র জেলা স্কুল কর্তৃপক্ষকে জমা দিতে হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

জানা গেছে, ১৯৬১ সালে ২ জানুয়ারি মহম্মদ কোরবান হোসেনের জন্ম। তিনি পূর্ব বর্ধমানের একটি স্কুলে ১৯৮১ সালের ১৯ নভেম্বর চাকরি পান। ২০০২ সালে প্রধান শিক্ষক হন। ২০২১ সালের ২ জানুয়ারি তাঁর ৬০ বছর বয়স হওয়ার কথা। আর তারপরই অবসর। কিন্তু ১ জানুয়ারি সকালে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। চাকরি জীবন শেষের আগেই বাবার মৃত্যু। তাই অনুকম্পাজনিত শর্তে বাবার চাকরি চেয়ে এসএসসির দ্বারস্থ হন মনিকুল। 

যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, ৬০ বছর বয়স হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে মৃত্যু হয়েছে ওই প্রধান শিক্ষকের। অবসরের শেষলগ্নে মৃত প্রধান শিক্ষকের পরিবারের কাউকে চাকরি দেওয়া সম্ভব নয়।

এসএসসি-র দাবিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মনিকুল। আদালতে মনিকুলের আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, চাকরিরত অবস্থায় কারও মৃত্যু হলে অবশ্যই তাঁর পরিবারের সদস্য চাকরি পাওয়ার যোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য মনিকুলকে চাকরি দেওয়ার নির্দেশ দেন।

পড়ুন:  BIG NEWS: এক দশক পর এক বছরের বিএড (BEd) কোর্স পুনরায় চালু করছে NCTE, এল এই বড় আপডেট
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments