BPSC: পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল রাজ্য, পুলিশের লাঠি চার্জ, রাজ্য বন্ধের ডাক

428

নিউজ ডেস্ক: রাজধানী পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের (bpsc) নিয়োগ পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জের জেরে বিহারের রাজনৈতিক তাপমাত্রা আকাশচুম্বী। ছাত্রদের উপর লাঠিচার্জ নিয়ে নীতীশ সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। এদিকে বাম দলগুলো আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিহার বন্ধের ঘোষণা করেছে। বিহার বন্ধের ঘোষণাও দিয়েছে আইএসএ। এই সময়ের মধ্যে রেল পরিষেবাও বন্ধ থাকবে। RYA এটি সমর্থন করেছে। সিপিআইএম বলেছে, এই বধির ও একগুঁয়ে সরকারের কানে আওয়াজ প্রতিধ্বনিত করতে এই বন্ধ প্রয়োজন।

বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি স্টুডেন্ট প্রোটেস্ট) পরীক্ষায় কথিত প্রশ্নপত্র ফাঁস নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রার্থীদের আন্দোলন। পরীক্ষা বাতিলের দাবিতে অনড় প্রার্থীরা। যদিও বিহার পাবলিক সার্ভিস কমিশন স্পষ্টভাবে তা অস্বীকার করেছে। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল করতে থাকে, এ সময় পুলিশ লাঠিচার্জ করে। ছাত্রদের ওপর পুলিশি বাহিনী ব্যবহার নিয়ে নীতিশ কুমার সরকারকে নিশানা করেছে বিরোধীরা। এদিকে, বাম ছাত্র সংগঠনগুলি পুনঃপরীক্ষা নিয়ে 30 ডিসেম্বর চক জাম অর্থাৎ বিহার বন্ধ ঘোষণা করেছে। সিপিআই (এমএল)ও এই আন্দোলনে সমর্থন ঘোষণা করেছে।

আমরা আপনাকে জানিয়ে রাখি যে বিপিএসসির কথিত পেপার ফাঁসের ঘটনায় আন্দোলনরত প্রার্থীরা রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করেছিলেন। এ সময় গর্দানীবাগে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ বলপ্রয়োগ, জলকামান ও লাঠিচার্জ করে। এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে বলে বলা হচ্ছে। চাকরি প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, কিন্তু জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এটা নিয়ে রাজনীতি করতে গিয়ে আন্দোলনকে বিপথে পরিচালনা করছেন বলে অভিযোগ উঠছে। 

পড়ুন:  NIOS থেকে 18 মাসের DELED করা প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ! দেওয়া হল তদন্তের নিদের্শ, সমস্যায় পড়বেন বহু শিক্ষক

পুলিশের লাঠিচার্জে আহত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য ১৩ দিন ধরে গর্দানীবাগে আন্দোলন করছি। তবে এখানেও রাজনীতি করেছেন প্রশান্ত কিশোর। আমাদের লাঠি দিয়ে মারধর করা হলে প্রশান্ত কিশোর চলে যায়। প্রশান্ত কিশোর বলেছিলেন যে তিনি প্রথম লাঠি খাবেন কিন্তু লাঠি ব্যবহার করার আগেই তিনি চলে গেলেন। এই ঘটনায় প্রশান্ত কিশোরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। প্রশান্ত কিশোরকে বিজেপির বি দল হিসাবে বর্ণনা করে, তেজস্বী বলেন যে কিছু লোক আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করতে চাই শান্তিপূর্ণভাবে তাদের আওয়াজ তুলুন এবং তারা যেন অন্য কারো পরামর্শে বিচ্যুত না হয়।