Home Blog Page 111

‘আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি…’ জেল থেকে ছাড়া পেয়ে একি বললেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য!

মানিক ভট্টাচার্য

নিউজ ডেস্ক: জেল থেকে ছাড়া পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। ছাড়া পেয়েই প্রথম বার বিধানসভায় গেলেন তিনি। পলাশিপাড়াই তাঁর অগ্রাধিকার বলে জানালেন মানিক ভট্টাচার্য।  বললেন,”পলাশিপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গিয়েছি।’’

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পেয়েছেন মানিক। সোমবার প্রথম বারের জন্য বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘ ক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। সূত্রের খবর, মানিককে দ্রুত বিধানসভার কাজকর্মে যোগদান করতে বলেন স্পিকার। কারাবাসে খানিক ওজন কমে গিয়েছে পেশায় অধ্যাপক মানিকের। তবে শারিরীক ভাবে সুস্থই আছেন বলে জানিয়েছেন তিনি।

মানিক বলেন, ‘‘আমার কিছু কাজকর্ম বাকি ছিল, সেই সব সারতে এসেছিলাম। পলাশিপাড়াই আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়ে প্রথমেই সেখানে গিয়েছি। আমার অনুপস্থিতিতে পঞ্চায়েত ভোটে হরনগর এলাকায় তৃণমূল কর্মী জাহিদুল শেখ খুন হন। শনিবার তাঁর বাড়ি গিয়েছিলাম। নিহতের বিধবা স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। আমি তাঁদের পাশে থাকতে চাই।’’

জেল জীবন কেমন ছিল? জেল-জীবন নিয়ে প্রশ্ন শুনে মানিকের জবাব, ‘‘আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি ও আমার পরিবার সহ্য করেছি। এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাই না।’’

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পান মানিক। জামিন দেওয়ার সময় বিচারপতি শুভ্রা ঘোষ চারটি শর্ত বেঁধে দিয়েছেন। কলকাতা হাই কোর্টের নির্দেশ, মানিককে তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। এ ছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক।

Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ

Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ (teacher recruitment) সংক্রান্ত একটি গুরুত্বপুর্ন নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আসলে জেলা ভিত্তিক কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দেওয়া হল। ২০২২ সাকের নিয়োগ থেকে ১৩ সেপ্টেম্বর যে ২৫ জনের স্টেট কাউন্সিলিং সম্পন্ন হয়। এই প্রার্থীরা তার পছন্দের জেলায় কাউন্সেলিংয়ের সুযোগ না পাওয়ায় স্টেট কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়া হয়। এই প্রার্থীরা যে জেলা পছন্দ করেছেন, সেই জেলায় বিদ্যালয় পছন্দ করার জন্য কাউন্সিলিং করানো হবে। এই সংক্রান্ত নোটিশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলায় যোগাযোগ করতে হবে।

নোটিশ বলা হয়েছে –

প্রাথমিক শিক্ষা পর্ষদ

2022 নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এটি এতদ্বারা জানানো হচ্ছে যে WBBPE ইতিমধ্যেই WBBPE দ্বারা প্রস্তুত জেলা-ভিত্তিক প্যানেল সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। 13.09.2024 তারিখে অনুষ্ঠিত রাজ্য স্তরের কাউন্সেলিং এর উপর ভিত্তি করে নিজ নিজ জেলায় তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রার্থীদের অবিলম্বে তার পছন্দের জেলার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল কর্তৃক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজ্য সরকারি চাকরি: গ্র্যাজুয়েট যোগ্যতায় প্রচুর সরকারি নিয়োগ বাংলায়, মাইনে ৯০ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন? জেনেনিন

সরকারি চাকরি

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। গ্র্যাজুয়েট যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ার সুযোগ সামনে এল। পশ্চিমবঙ্গেই সরকারি চাকরির সুযোগ এল। মন্ত্রিপরিষদ (Cabinet Secretariat Recruitment 2024) সচিবালয় সম্প্রতি শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার পদে মোট ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

বেতন

মাইনে ৯০ হাজার টাকা প্রতি মাসে। এই চাকরিতে পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গে।

শিক্ষাগত যোগ্যতা

Cabinet Secretariat Recruitment 2024 বা মন্ত্রিপরিষদ সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসারের চাকরিতে আবেদন করতে পারবেন,  বিটেক, মাস্টার ডিগ্রি ও স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা।

বয়স

এই পদে চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রথমে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে কেরিয়ার অপশন ক্লিক করুন। সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে A4 সাইজের পেপারে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর নির্ভুল ভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। একটি খামে অ্যাপ্লিকেশন ফর্ম ও মৌলিক নথির জেরক্সগুলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ডেপুটি ফিল্ড অফিসার পদে আবেদন নেওয়া শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৪-এ। আবেদনের শেষ দিন ২১ অক্টোবর। 

নিয়োগ প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র তাদের GATE মার্কের উপর ভিত্তি করে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

SSC: শিক্ষক নিয়োগে ফের মামলার গেরো, ১৪০৫২ শূন্যপদে নিয়োগ নিয়ে নয়া মামলা সুপ্রিম কোর্টে

SSC শিক্ষক নিয়োগ: ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকের ১৪০৫২ পদে শিক্ষক নিয়োগ (SSC upper primary teacher recruitment)। ফের সুপ্রিম কোর্টে গড়ালো নিয়োগ মামলার জল। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪০৫২ নিয়োগ একরকম পাকা ছিল, এরই মধ্যে ফের মামলায় ঝুলে গেল নিয়োগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বঞ্চিত চাকরি প্রার্থীরা।

এর আগে প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ (teacher recruitment) মামলার কেটেছিল জট। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদলত বলেছিল চার সপ্তাহের মধ্যে নতুনকরে মেধাতালিকা প্রকাশ করতে হবে। আরও চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই অবস্থায় বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন একাধিক বঞ্চিত প্রার্থীর। মূলত তিনটি অভিযোগ তুলে মামলা করা হয়েছে। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি লঙ্ঘন, আপডেট শূন্যপদে নিয়োগের দাবি করা হয়েছে। কেন অনিয়ম নিয়ে ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থী।

১৪ হাজার ৫২টি পদে শিক্ষক (teacher) নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মেধাতালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় SSC-কে। আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের চার সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছিল। আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দায়ের করেছিল এসএসসি। এবার মামলা দায়ের বঞ্চিত চাকরি প্রার্থীদের।

CTET 2024 Notification: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, সি-টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

RRB NTPC

CTET 2024 December Notification Released: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) CTET এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ctet.nic.in-এ ডিসেম্বর 2024-এর কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার (CTET) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷  কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা ডিসেম্বর 2024-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীরা আজ থেকে অর্থাৎ 17 সেপ্টেম্বর, 2024 থেকে তাদের আবেদন জমা দিতে পারেন। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16 অক্টোবর, 2024। কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা ডিসেম্বর 2024 হবে।  01 ডিসেম্বর, 2024 এ অনুষ্ঠিত।

CTET 2024 ডিসেম্বর পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

CBSE তার অফিসিয়াল ওয়েবসাইটে CTET ডিসেম্বর 2024 সেশনের বিস্তারিত সময়সূচী আপলোড করেছে।  প্রার্থীরা নীচে দেওয়া একই জন্য বিস্তারিত সময়সূচী পরীক্ষা করতে পারেন-

Opening date for submission of application: September 17, 2024
Closing  date for submission of application: October 16, 2024

CTET 2024 যোগ্যতার মানদণ্ড

আপনি যে স্তরের জন্য আবেদন করছেন তার জন্য প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) দ্বারা স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের যোগ্যতা থাকতে হবে।

CTET 2024 ডিসেম্বর পরীক্ষার আবেদন ফি

সাধারণ/ওবিসি (এনসিএল) বিভাগ যারা একটি পেপারের জন্য আবেদন করতে চান, তাদের আবেদনের ফি হল 1000 টাকা। যারা উভয় পেপারে উপস্থিত হতে চান তাদের আবেদন ফি 1200 টাকা দিতে হবে। SC/ST/PWD বিভাগের জন্য যথাক্রমে 550 টাকা  600 টাকা।

CTET 2024 ডিসেম্বর পরীক্ষার জন্য কীভাবে আবেদন করবেন?

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) এর অনলাইন পোর্টালের মাধ্যমে CTET পরীক্ষার জন্য করার ধাপগুলো হল –

ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান https://ctet.nic.in।
ধাপ 2: এর পরে, অনুগ্রহ করে “অনলাইনে আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন।
ধাপ 3: অনলাইন আবেদন ফর্মটি পূরণ করুন এবং রেজিস্ট্রেশন নম্বর/আবেদন নম্বর নোট করুন।
ধাপ 4: সর্বশেষ স্ক্যান করা ফটোগ্রাফ এবং স্বাক্ষর আপলোড করুন।
ধাপ ৫: ডেবিট/ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন।
ধাপ 6: রেকর্ড এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য নিশ্চিতকরণ পেজটি প্রিন্ট করুন।

Official Website: https://ctet.nic.in.

Big News: ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের কথা বলতেই আইনজীবীকে “সুপ্রীম ধমক “

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরজিকর

নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলতে গিয়ে দেশের প্রধান বিচারপতির কাছে ধমক খেলেন আইনজীবি। ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক দিলেন CJI. আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি আজ হল শীর্ষ আদালতে।

এদিন রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র ডাক্তার সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসকদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা, তিলোত্তমার বিচার সহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার চলছিল সওয়াল-জবাব। এরই মধ্যে হঠাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল। আর তাতেই ধমক খেতে হল বিচারপতিকে।

এদিন শুনানির শেষের দিকে হঠাৎ জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন। তাঁকে থামতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।  যদিও ওই আইনজীবি বারবার বলতে থাকেন, ‘স্যর, এক সেকেন্ড, স্যর, এক সেকেন্ড।’ তাঁকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, “এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”



এরপরেও ওই আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দিয়ে বলেন, “শুনুন আমার কথা। আই অ্যাম সরি… আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।”

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সিবিআই-এর রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে। তবে তদন্তের স্বার্থে রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছেন তিনি। তবে তিলোত্তমার বাবা-মাকে তথ্য দেওয়া যাবে।



ভারত থেকে 10,000 কর্মী নিয়োগ করবে ইজরাইল, কারা আবেদন করবেন? জেনেনিন এক্ষুনি

চাকরির খবর সিআইএসএফ নিয়োগ

চাকরির খবর: ভারত থেকে আরও 10,000 কর্মী নিয়োগ করবে ইজরাইল। 10,000 আরও দক্ষ নির্মাণ শ্রমিকের জন্য অনুরোধ করেছে ইসরায়েল। এর জন্য পুনেতে ইসরায়েলগামী ভারতীয় নির্মাণ শ্রমিকদের জন্য দ্বিতীয় দেশব্যাপী নিয়োগ অভিযান শুরু হবে।

এই নিয়োগটি দক্ষ শ্রম সংগ্রহে ভারত ও ইসরায়েলের মধ্যে গভীর সহযোগিতার অংশ। ইসরায়েল ভারত থেকে 5,000 দক্ষ কর্মীর অনুরোধ করেছে। যাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র আছে এবং কমপক্ষে 990 ঘন্টা কাজের প্রশিক্ষণের সাথে কোর্স সম্পন্ন করেছে, তাঁদেরকে নিয়োগ দেওয়া হবে। ইসরায়েলের জনসংখ্যা, অভিবাসন এবং সীমান্ত কর্তৃপক্ষের (পিআইবিএ) একটি দল, মূল্যায়নকারী সহ, দক্ষতা পরীক্ষা পরিচালনা করতে এবং উপযুক্ত প্রার্থী বাছাই করতে আগামী সপ্তাহে ভারতে আসবে।

2023 সালের নভেম্বরে ভারত ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত একটি সরকার-টু-সরকার চুক্তির অধীনে নিয়োগটি পরিচালিত হচ্ছে৷ ড্রাইভটি চারটি নির্দিষ্ট কাজের ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে: কাঠামো, আয়রন বেন্ডিং, প্লাস্টারিং এবং সিরামিক টাইলিং।

বেশিরভাগ ফিলিস্তিনি শ্রমিকদের ওয়ার্ক পারমিট স্থগিত করার পর তৈরি হওয়া শ্রম শূন্যতা পূরণ করতে ইসরায়েল ভারত থেকে কর্মী নিয়োগ করছে। ভারত থেকে তুলনামূলক ভাবে সস্তায় কর্মী পাওয়া যায়। বেতন বাবদ খরচও কম হওয়ায় আর্থিক সাশ্রয় হয় ইজরায়েলের।

চাকরির খবর: মাধ্যমিক পাশ যোগ্যতায় পূর্ব রেলে ৩১১৫ শূন্যপদে নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

PhD Admission

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পূর্ব রেলে ৩১১৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

পূর্ব রেলের হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ, শিয়ালদহ ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, মালদহ ডিভিশন, আসানসোল ডিভিশন এবং জামালপুর ওয়ার্কশপে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩১১৫। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে।

যোগ্যতা : দশম শ্রেণি পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়স: আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি: আবেদনকারীকে আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। তবে এসসি/এসটি/পিডব্লবিডি/মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি: দশম শ্রেণি এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি: ওয়েবসাইট https://rroer.org-এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস-সহ ফর্মটি পূরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

DA News: দুর্গা পূজার আগে সরকারি কর্মচারীরা উপহার পাবেন! ডিএ আবার বাড়বে 3 শতাংশ, বকেয়া সুবিধাও বাড়বে, বেতন কত বাড়বে?

DA News মহার্ঘ ভাতা

DA News: দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। শীঘ্রই বেতন ও পেনশন বাড়তে চলেছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রের মোদী সরকার দুর্গা পূজা দশেরার আগে DA/DR হার সংশোধন করতে চলেছে। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে অর্থ মন্ত্রক ডিএ প্রস্তাব রাখতে পারে।

যদি আমরা এখন পর্যন্ত AICPI সূচকের অর্ধবার্ষিক পরিসংখ্যান দেখি, তাহলে DA-তে 3 শতাংশ বাড়তে পারে। সেক্ষেত্রে DA 50 শতাংশ থেকে বেড়ে 53 শতাংশ হবে। 7ম বেতন কমিশনের অধীনে এই বৃদ্ধি করা হবে। যদিও কেন্দ্রের সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন নিশ্চিত করা হয়নি।

2024 সালের জুলাই থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হবে

প্রকৃতপক্ষে, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের DA/DR হার কেন্দ্রীয় সরকার বছরে দুবার সংশোধন করে, যা AICPI সূচকের অর্ধবার্ষিক ডেটার উপর নির্ভর করে। এই বৃদ্ধি জানুয়ারি/জুলাই থেকে ঘটে। জানুয়ারী 2024 থেকে DA 4% বৃদ্ধি করা হয়েছিল, তারপরে DA 46% থেকে বেড়ে 50% হয়৷ এখন পরবর্তী ডিএ জুলাই 2024 থেকে বাড়ানো হবে, যার জন্য কেন্দ্রীয় কর্মচারী পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জানুয়ারী থেকে জুন 2024 পর্যন্ত AICPI সূচক 141.5 এ পৌঁছানোর পরে, এটি অনুমান করা হচ্ছে যে মোদী সরকার আবার 3 থেকে 4% পর্যন্ত DA বাড়াতে পারে যেহেতু 2024 সালের জুনের মধ্যে মোট DA স্কোর 53.36% এ পৌঁছেছে, তাই ডিএ 3% বাড়তে পারে। ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা কম।

ডিএ বৃদ্ধিতে বেতন কত বাড়বে?

বর্তমানে, একজন কর্মচারীর মূল বেতন 55,200 টাকা হলে, তিনি 27,600 টাকা ডিএ পান। ডিএ 53 শতাংশে পৌঁছানোর পরে, এই কর্মচারী ডিএ হিসাবে 29,256 টাকা পাবেন।

যদি একজন কর্মচারীর মূল বেতন 30000 টাকা হয় তবে তিনি 15000 টাকা মহার্ঘ ভাতা পান, যদি এটি 53% হয় তবে তিনি DA হিসাবে 16900 টাকা পাবেন।

যদি একজন পেনশনভোগীর মূল পেনশন হয় 25,000 টাকা, তাহলে 50% হারে DR হিসাবে 12,500 টাকা দেওয়া হয়। DR 53% হয়ে গেলে তিনি 13,250 টাকা পাবেন।

যদি একজন কর্মচারীর মূল বেতন 18 হাজার টাকা হয়, তাহলে 54 শতাংশ মহার্ঘ ভাতা অনুযায়ী তার বেতন প্রতি মাসে প্রায় 720 টাকা বাড়বে অর্থাৎ বছরে তা দাঁড়াবে 9720 টাকা।

আপনি যদি 52 হাজার টাকা মূল বেতন পান, তাহলে 54 শতাংশ মহার্ঘ ভাতা অনুযায়ী আপনি প্রতি মাসে 2080 টাকা এবং বার্ষিক 28080 টাকা সুবিধা পাবেন।

চাকরির খবর: স্নাতক যোগ্যতায় ৫০০ শূন্যপদে ব্যাঙ্কে নিয়োগ চলছে, প্রতি মাসে ১৫০০০ টাকা করে দেওয়া হবে

চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ: মোট শূন্যপদ ৫০০টি। অনলাইন আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী চাকরি প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৭ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে।

বয়স: আবেদনকারীর বয়স ০১/০৮/২০২৪ অনুযায়ী ২০-২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীর নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: প্রতি মাসে ১৫০০০ টাকা করে দেওয়া হবে। সময় ১ বছর।

আবেদন ফি: ৮০০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি/এসটি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। সবক্ষেত্রেই জিএসটি লাগবে।

নির্বাচন পদ্ধতি: অনলাইন টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে। অনলাইন টেস্ট হবে ১০০ নম্বরের। সময় ৬০ মিনিট।

আবেদন পদ্ধতি: https://www.apprenticeshipindia.gov.in/ এই পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ফর্মটি পূরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর।