নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলটাই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের আগের রায়ই কার্যত বহাল রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ে ২৫,৭৫২জনের চাকরি বাতিল হয়েছে। এরপরেই সাংবাদিক সম্মেলনে প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরূদ্ধে বিরুদ্ধে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা প্রতিক্রিয়া দিলেন বিকাশবাবু। মন্তব্য করলেন, ‘তৃণমূল জমানায় সব চাকরির একই পরিণতি হবে।’
বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিস্ফোরক দাবি, তৃণমূল জমানায় যে সমস্ত চাকরি দুর্নীতি নিয়ে মামলা হচ্ছে সেক্ষেত্রে সব চাকরির একই পরিণতি হবে ( ২৬০০০ চাকরি বাতিলের মতো)।
সুপ্রিম কোর্টের রায়ে অনেকেই প্রশ্ন তোলায় বিকাশবাবু বলেন, “যারা প্রশ্ন তুলছেন, তাঁরা জানেন না। একটা ফৌজদারি মামলায় ফৌজদারি অপরাধে আসল অপরাধীকে সাজা দিতে হবে তার জন্য যদি নিরপরাধ লোকজন সাজা না পায় সেটা দেখতে হবে। এটা তো ফৌজদারি মামলা নয়। এটা চাকরি সংক্রান্ত মামলা। যেখানে সংবিধানের আর্টিকেল ১৪, আর্টিকেল ১৬ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংবিধানের মর্যাদা সবার উপরে। সেই দৃষ্টিকোণ থেকে সরকারি চাকরিতে টাকা নিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি করেছে, এখানে ওইভাবে বিচার করা যায় না। সেজন্য যারা এসব বলছেন তারা না জেনে আবোল তাবোল বলছেন। সব কথা তো সব জায়গায় প্রযোজ্য হয় না। এখানে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার ফলে সব চাকরি বাতিল হয়েছে।”
বিকাশবাবু আরও বলেন, “সবার চাকরি গিয়েছে। যারা চিহ্নিত টেইনটেড, তাদের টাকা ফেরত দিতে হবে। তাদের বিরুদ্ধে ক্রিমিনাল ট্রায়াল চলছে। এরপরও বহু মামলা আছে। সব দুর্নীতি বের হবে। হাইকোর্টে শুনানি হলেই সব বের হবে। শুনানি চূড়ান্ত হয়েছিল তাই বের হল। অন্যান্য মামলারও একই পরিণতি হবে। একই পরিণতি হবে।”