SSC, সুপ্রিম কোর্ট: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। একই সঙ্গে অযোগ্যদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, যাঁরা চিহ্নিত অযোগ্য, তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে।
এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। কারা কারা ব্ল্যাঙ্ক OMR শিট জমা দিয়েছিল, তাঁদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে। তাঁদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এতদিন তাঁরা যে বেতন পেয়ে এসেছেন, অর্থাৎ ২০১৬ সাল থেকে, তার ১২ শতাংশ সুদের হারে টাকা ফেরত দিতে হবে।
কিন্তু কত টাকা ফেরত দিতে হবে? আসুন দেখে নিই টাকা ফেরতের অঙ্ক
■ নবম-দশমের শিক্ষকদের বেতন: ৪৫-৫০ হাজার। ২০১৯-২০২৪ সালে মোট বেতন: ২৭-৩০ লক্ষ। এর সঙ্গে ১২ শতাংশ সুদের হারে সুদ
■ একাদশ-দ্বাদশের শিক্ষকদের বেতন: ৫৮ থেকে ৬০ হাজার। ২০১৯-২০২৪ সালে মোট বেতন: ৩৪.৮-৩৬ লক্ষ। এর সঙ্গে ১২ শতাংশ সুদের হারে সুদ
■ গ্রুপ সি: গড়ে ২৬ হাজার টাকা। ২০১৯-২০২৪ সালে মোট বেতন: ১৫.৬০ লক্ষ। এর সঙ্গে ১২ শতাংশ সুদের হারে সুদ
■ গ্রুপ ডি: গড়ে ২২ হাজার টাকা। ২০১৯-২০২৪ সালে মোট বেতন: ১৩.২ লক্ষ। এর সঙ্গে ১২ শতাংশ সুদের হারে সুদ।