নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় স্বস্থি পেল রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত।
১৬৫০০ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। একাধিক অভিযোগ তুলে মামলা করা হয়। যদিও মামলাটি খারিজ করে দেওয়া হল। মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত্য ধারা। বেশি কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রধান বিচারপতির এজলাসে মামলাটি ওঠে।
শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। মামলাটির বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যেহেতু ১৬৫০০ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তাই এই বিষয়ে কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না। তাই মামলাটি ডিসমিস করে দেওয়া হল। ফলে বড় স্বস্থি পেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে ১৬৫০০ জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২০ সালের ২৩ ডিসেম্বর ১৬৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত টেড উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তাই এর জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। জানুয়ারি মাসে সাতদিন ধরে এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয়। বিধানসভা ভোটের ঠিক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে।