BIG NEWS: ছুটি ঘোষণা হল রাজ্যে, কতদিন ছুটি? কবে খুলবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

8250
মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু

ছুটি ঘোষণা: স্কুল স্কুলে ফের গরমের জন্য ছুটি ঘোষণা হল! ছুটি জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অত্যাধিক গরমের জন্য কাল ও পরশু রাজ্যের সব স্কুল বন্ধ। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে।

অত্যাধিক গরমের জন্য কাল ও পরশু রাজ্যের সব স্কুল বন্ধ। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে।

আগামিকাল শুক্রবার এবং পরশু শনিবার সব স্কুল বন্ধ। রবিবার সাধারণ ছুটি, ফলে স্কুল ফের খুলবে সোমবার ১৬ জুন। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, ফলে ছাত্রছাত্রীদের শরীরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত রাজ্যের।

পড়ুন:  ব্রাত্য বসুর বক্তব্য: 'মোদ্দাকথা কেউ পরীক্ষা দিতে চায় না, চাকরি ফেরত চাইছে' — এসএসসি কেলেঙ্কারি ও আন্দোলনরত শিক্ষকদের প্রসঙ্গে

এক্স হ্যান্ডল পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, “কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে।তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

তীব্র গরমের জেরে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবরও প্রকাশ্যে আসছে। সেই কারণে রাজ্যের সব সরকারি স্কুল গুলিতে (পাহাড় ব্যতীত) পঠন পাঠন দুদিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।