SSC গ্রুপ সি, ডি নিয়োগ: রাজ্যের স্কুলগুলিতে নন-টিচিং স্টাফ (Non-Teaching Staff) নিয়োগের জন্য প্রকাশিত হলো প্রথম রাজ্যস্তরীয় স্কুল লেভেল সিলেকশন টেস্ট (১ম SLST – NTS), ২০২৫–এর বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বিদ্যালয় পরিষেবা কমিশন (W.B. Central School Service Commission) রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-সহায়তাপ্রাপ্ত স্কুলে Group C (Clerk) ও Group D পদে নিয়োগ করবে।
🔹 অনলাইন আবেদন শুরু ৩ নভেম্বর থেকে
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর, ২০২৫ থেকে এবং চলবে ৩ ডিসেম্বর, ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের ফি জমা দেওয়া যাবে একই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
লিখিত পরীক্ষা জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট তারিখ পরে প্রকাশ করা হবে।
শূন্যপদ: Clerk 2989Group D- 5488
🔹 অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে: পরীক্ষার অ্যাডমিট কার্ড কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষার তারিখের অন্তত সাত দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ডাকযোগে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না।
🔹 আবেদন ফি: পদের নাম General / OBC / EWS SC / ST / PH- Group C (Clerk): ₹400 ₹150, Group D: ₹400 ₹150
🔹 নির্বাচনের প্রক্রিয়া: নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, একাডেমিক যোগ্যতা, পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে।
1️⃣ Clerk (Group C): লিখিত পরীক্ষা, একাডেমিক পারফরম্যান্স, পূর্ব অভিজ্ঞতা ও টাইপিং–কম্পিউটার দক্ষতার মূল্যায়নের মাধ্যমে নির্বাচন হবে।
2️⃣ Group D: লিখিত পরীক্ষা, পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।প্রশ্নপত্র থাকবে বাংলা ও ইংরেজি দুই ভাষায়।সিলেবাস পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
🔹 শিক্ষাগত যোগ্যতা ও বয়স
Clerk (Group C): মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ১৮ থেকে ৪০ বছর (SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC-এর জন্য ৩ বছর, PH প্রার্থীদের জন্য ৮ বছর ছাড়)
Group D: অষ্টম শ্রেণি উত্তীর্ণ (বোর্ড/কাউন্সিল স্বীকৃত স্কুল থেকে) উপরের মতোই।
🔹 ভাষা সংক্রান্ত শর্ত: প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমের ভাষা হিসেবে বাংলা, ইংরেজি বা অন্য ভাষা স্কুলে প্রথম/দ্বিতীয়/তৃতীয় ভাষা হিসেবে উত্তীর্ণ হতে হবে।
🔹 গুরুত্বপূর্ণ নির্দেশাবলী: আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে।ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।একাধিক আবেদন করলে শুধুমাত্র সর্বশেষ আবেদনটি গৃহীত হবে।আবেদন জমা দেওয়ার পর কোনো সংশোধন করা যাবে না।পরীক্ষার বা সাক্ষাৎকারের জন্য কোনো ভ্রমণ ভাতা (T.A/D.A) প্রদান করা হবে না।
🔹 সহায়তা কেন্দ্র: প্রার্থীরা আবেদন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন কমিশনের হেল্পলাইন নম্বরে —📞 033-2321-4550 / 9051176500
🔹 কমিশনের বক্তব্য: কমিশনের সচিব জানিয়েছেন, “প্রার্থীরা যেন আবেদন করার আগে নিজেদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে কাউন্সেলিংয়ের পর নিয়োগ করা হবে।”