BIG NEWS: ফের শিক্ষক নিয়োগে অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট, আশাহত চাকরি প্রার্থীরা

4038
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: ফের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেল! রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েক জন চাকরি প্রার্থীর করা মামলায় স্থগিতাদেশ দিল আদালত। এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ পড়ল। 

মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগে ২০২৩ সালের নিয়োগ পরীক্ষা ফলপ্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলাকারীদের দাবি, ২০২৩ সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা কমিশন। সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ ছিল।

মামলাকারীদের দাবি, উল্লিখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করে। অভিযোগ, নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় মাদ্রাসা শিক্ষা কমিশন। এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা হয়।  

পড়ুন:  Big News: SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় রিজার্ভ রাখল সুপ্রিম কোর্ট, কি হল এদিন? জেনেনিন

মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য ওই পরীক্ষার ফলপ্রকাশে অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি ১ মে। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া ফলপ্রকাশ করা যাবে না। রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় বেশ কিছু দিন ধরেই আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে হাইকোর্টের এই নির্দেশ স্বাভাবিকভাবেই আশাহত হচ্ছেন চাকরিপ্রার্থীরা।