Homeপশ্চিমবঙ্গBIG NEWS: সাসপেন্ড শুভেন্দু অধিকারী, কেন জেনেনিন

BIG NEWS: সাসপেন্ড শুভেন্দু অধিকারী, কেন জেনেনিন

নিউজ ডেস্ক: এবার বড় খবর সামনে এল। বেনজির ঘটনা বিধানসভায়! সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ BJP-র চার বিধায়ক। বিধানসভায় বেনজির ঘটনা ঘটল এদিন। ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হল BJP-র ৪ বিধায়ককে। 

সরস্বতী পুজোয় বাধার অভিযোগে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় ৪ বিজেপি বিধায়ককে। সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক।

রাজ্যের কিছু জায়গায় সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেই সময় শুভেন্দু অধিকারী ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্পিকারের দিকে ছেঁড়া কাগজ উড়ে আসে। বিজেপি বিধায়কদের ওয়াক আউটের পরে তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন বিধানসভায়। এর পরই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীসহ চার বিধায়কের সাসপেনশনের সিদ্ধান্ত নেন।

গতকালই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার জাদুঘরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, “আগামী ৬ মাসে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে গেলে অবাক হব না।” সেই সঙ্গে আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তুলোধনা করেছেন BJP নেতা।

পড়ুন:  তবে কি রাজ্যে আর নতুন কলেজ তৈরি হবে না? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উত্তরে উঠছে প্রশ্ন, কি বললেন?
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments