সরকার পরিচালিত বাংলা মাধ্যম মিশনারি স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

1676
শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। সরকারি পোষিত বাংলা মাধ্যম মিশনারি উচ্চ মাধ্যমিক স্কুলে স্থায়ী পদে সহ -শিক্ষক/ শিক্ষিকা নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। শিক্ষক নিয়োগ করবে Rajibpur St. Joseph High School। 

শূন্যপদ

1. Pure Science (Pass).

পড়ুন:  দ্রুত বের হচ্ছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! বড় মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল, জানালেন এই কথা

2. Political Science.

শিক্ষাগত যোগ্যতা

B.Ed. সহ নূন্যতম 50 শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ।

বয়স: স্কুল সার্ভিস কমিশনের নিয়মানুসারে। 

বেতন: ROPA-2019 অনুযায়ী বেতনের স্কেল।

বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে বিদ্যালয়ের ঠিকানায় Aadhaar/ পাসপোর্ট সহ শিক্ষাগত যোগ্যতার 2 সেট স্বপ্রত্যায়িত প্রতিলিপি সহ পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। 

পড়ুন:  BIG BREAKING SSC: কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, বাতিল হয়ে গেল ২৫,৭৫৩ জনের চাকরি

বিষয় বিশেষভাবে আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক থেকে সার্টিফিকেটের 2 (দুই) সেট স্ব-প্রত্যয়িত কপি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রীর মার্ক শীট (পার্ট-I, পার্ট-II, পার্ট-III, সমস্ত সেমিস্টার), স্নাতকোত্তর (Part-I, Part-II, Part-III, পার্ট-IV) জমা দিতে হবে।  

রাজীবপুর সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের সচিবের কাছে আবেদন করুন, P.O.: রাজীবপুর, P.S.: গঙ্গারামপুর, জেলা: দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ-733124, মোবাইল 9434968551।