Big News: ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের কথা বলতেই আইনজীবীকে “সুপ্রীম ধমক “

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলতে গিয়ে দেশের প্রধান বিচারপতির কাছে ধমক খেলেন আইনজীবি। 'আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই…

935
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরজিকর

নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলতে গিয়ে দেশের প্রধান বিচারপতির কাছে ধমক খেলেন আইনজীবি। ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক দিলেন CJI. আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি আজ হল শীর্ষ আদালতে।

এদিন রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র ডাক্তার সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসকদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা, তিলোত্তমার বিচার সহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার চলছিল সওয়াল-জবাব। এরই মধ্যে হঠাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল। আর তাতেই ধমক খেতে হল বিচারপতিকে।

এদিন শুনানির শেষের দিকে হঠাৎ জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন। তাঁকে থামতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।  যদিও ওই আইনজীবি বারবার বলতে থাকেন, ‘স্যর, এক সেকেন্ড, স্যর, এক সেকেন্ড।’ তাঁকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি।

পড়ুন:  পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায় বদলি! সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্যের শিক্ষকদের

প্রধান বিচারপতি বলেন, “এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

পড়ুন:  আরজিকর: আগে সরকার আমাদের দাবি মানুক! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনড় জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য ভবন অভিযানের ডাক



এরপরেও ওই আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দিয়ে বলেন, “শুনুন আমার কথা। আই অ্যাম সরি… আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।”

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সিবিআই-এর রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে। তবে তদন্তের স্বার্থে রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছেন তিনি। তবে তিলোত্তমার বাবা-মাকে তথ্য দেওয়া যাবে।

পড়ুন:  SSC-DA: ‘হাইভোল্টেজ’ মঙ্গলবার নিয়ে জোড়া চাপে রাজ্য সরকার, মিলবে কি 'সুপ্রিম' সুরাহা?