BIG NEWS: SSC অযোগ্য চাকরিহারাদের আবেদন খারিজ, এসএসসি নিয়ে বড় খবর সামনে এল

95
সুপ্রিম কোর্ট শিক্ষক ২৬ হাজার চাকরি বাতিল

নিউজ ডেস্ক: এসএসসি ২০১৬ পরীক্ষায় ওএমআর শীটে তথ্য অসামঞ্জস্যের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষকদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার আদালত জানায়, এই মামলা নিষ্পত্তির কোনো আইনি ভিত্তি নেই। প্রার্থীরা দাবি করেছিলেন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তাদের স্কুল চালু রাখা হোক এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। তবে আদালতের রায়ে তাদের যুক্তি প্রত্যাখ্যান করা হয়।  একাদশ -দ্বাদশের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ। OMR কারচুপিতে অভিযুক্তদের তরফে আবেদন খারিজ।

আবেদনকারীরা জানিয়েছিলেন, ”ব্ল্যাঙ্ক ওএমআর-এ চাকরি নয়। ওএমআরে কিছু বাড়ানোর অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা অবৈধ নই। র‍্যাঙ্ক জাম্প করে চাকরি নয় আমাদের। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি নয় আমাদের। তাই আমাদের আবেদন এপ্রিল মাস থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং স্কুলে যেতে দেওয়া হোক।” কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

আবেদনকারীরা জানিয়েছিলেন, ”আমরা স্কুলে যাচ্ছি। আমাদের বেতন দেওয়া হোক।” কিন্তু রূপক চন্দ সহ ১১৯ জনের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। শুধু সাদা খাতাই নয় অর্থাৎ শুধু ব্লাঙ্ক OMR নয়, সিবিআই তদন্তে উঠে আসা OMR বিকৃত করে নম্বর বাড়িয়ে চাকরিপ্রাপকদের বেতন বন্ধেরও সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এদেরও অযোগ্য তালিকায় রাখল সুপ্রিম কোর্ট। যার অর্থ পরীক্ষায় বসতে পারার সম্ভাবনা এদেরও কমল।

পটভূমি  

পড়ুন:  তবে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? স্থগিতাদেশে ভাবনা! ওয়াকফ নিয়ে বিরাট প্রশ্ন সুপ্রিম কোর্টের

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষার ফলাফলে ওএমআর শীটে তথ্য গোলযোগের অভিযোগ ওঠে। এর সঙ্গে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ সামনে আসে। আদালত গোটা প্যানেল বাতিল করে। যোগ্যদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। তাদের মূল দাবি ছিল, ২০২৫ সালের শেষ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া এবং নতুন নিয়োগে অংশ নেওয়ার অধিকার দেওয়া হোক। এছাড়া, বেতন-ভাতা ও চাকরির সুবিধা ফিরে পেতেও তারা মামলা করেন।  

পড়ুন:  SSC: স্কুল পছন্দ করেও শিক্ষক পদে চাকরি নিলেন না ২০০ জন! চতুর্থ কাউন্সেলিং ফেব্রুয়ারিতে করার দাবি

আদালতের যুক্তি  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রায়ে উল্লেখ করে, প্রার্থীদের আবেদন আইনগতভাবে “অগ্রহণযোগ্য” এবং “অনুপযুক্ত”। আদলত তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে। 

SSC 2016 এর OMR Mismatch শিক্ষকদের করা এম এ ফাইল সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিল। অযোগ্য চাকরিহারাদের আবেদন খারিজ করে দিলসুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ ও বেতন দেওয়ার জন্য মামলা করেছিল তারা। বলেছিল তারা অযোগ্য নয়। এই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, এই আবেদনে সাড়া দেওয়ার কোনও মানে নেই। 

পড়ুন:  সুপ্রিম কোর্টে রায় বিরূদ্ধে গেলেই রিভিউ পিটিশন! SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় বড় খবর সামনে এল