Big News: শিক্ষক নিয়োগ মামলায় প্রবল ক্ষুব্ধ বিচারপতি, ৩ অফিসারকে জেলে ভরার হুঁশিয়ারি!

1492
প্রাথমিক শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা নিয়ে বড় খবর সামনে এল। ২০০৯ সালের প্রাথমিকে নিয়োগ মামলায় প্রবল ক্ষুব্ধ বিচারপতি, ৩ অফিসারকে জেলে ভরার হুঁশিয়ারি! মালদহ, উত্তর ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানকে ৩ মাস জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থা’র। বিচারপতি জানান, শুক্রবারের মধ্যে কারণ দর্শাতে হবে এজলাসে এসে। জেলে কেন ভরা হবে না, শেষ সুযোগ হিসেবে জানাতে হবে কারণ।

পড়ুন:  কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের WBHS- এ অন্তর্ভূক্তিকরনের দাবিতে ঐতিহাসিক পদযাত্রার ডাক

আসলে ২০০৯ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মালদহ ও উত্তর ২৪ পরগনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকলেও চাকরি দেয়নি DPSC গুলি। বিচারপতি রাজাশেখর মান্থার হুঁশিয়ারি, ‘আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই চেয়ারম্যান আধিকারিকরা। অ্যাডমিট কার্ড নিয়ে নতুন যুক্তি আসলে চাকরি না দেওয়ার অজুহাত। আত্মঘাতী হলে চাকরি দেবে DPSC গুলি।’

শিক্ষা দফতরের কমিশনারকেও জেলে ভরার হুঁশিয়ারি দেন বিচারপতি। দু দিনের ডেডলাইন দেওয়া হয়েছে ৩ জনকে। 

আদালতে অনুমতি দিয়ে দুই জেলার প্রাথমিক শিক্ষা সংসদ জানায় শূন্যপদে যোগ্যদের চাকরি দিতে আপত্তি নেই। তবে, এখনও চাকরি না দিয়ে ২০১০ সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড চাইছে মালদহ ও উত্তর ২৪ পরগনা DPSC। যেখানে ২০১৪ সালের পরীক্ষা থেকেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে অভিযোগ।

পড়ুন:  Big News: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক মন্ত্রীকে তলব, ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা