Homeপশ্চিমবঙ্গBIG NEWS: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের, চাকরি দেওয়ার নামে...

BIG NEWS: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের, চাকরি দেওয়ার নামে ৭৮ কোটি টাকা উপার্জন

Primary Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিস্ফোরক তথ্য সামনে এল। চাকরি দেওয়ার নামে ৭৮ কোটি টাকা তুলেছেন BJP কর্মী অরুণ হাজরা! ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের প্রতিবেদন অনুসারে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি উপার্জন করেছেন! CBI চার্জশিটে নাম উঠল করিৎকর্মা এই BJP নেতার। সিবিআই-এর এই তিন নম্বর চার্জশিটে অরুণ হাজরা, সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে যোগ করা হয়েছে ২০১ নম্বর ধারা।

পড়ুন:  তবে কি ৫ বছর বাড়ছে সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা? মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এই নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। কারণ – এই অরুণ হাজরা আদতে উত্তর কলকাতার এক বিজেপি নেতা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে তাদের তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। আর সেই চার্জশিটেই নাম রয়েছে এই অরুণ হাজরার। 

সিবিআই-এর দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সরাসরি ‘কালীঘাটের কাকু’, অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রকে দিতেন এই অরুণ। এমনকী, তাঁর সেই তালিকা মিলিয়ে অন্তত ৫০ জন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই। আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথাপিছু অরুণের আয় হয়েছে ৫ থেকে ৮ লক্ষ টাকা! এককথায়, এভাবে কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি!

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিবিআই-এর চার্জশিটে অরুণ হাজরার নাম আসা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, ‘বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপিই উত্তর দেবে।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments