বেতন নেই তিন মাস! বাধ্য হয়ে ছুটি নিয়ে দিনমজুরের কাজ করছেন শিক্ষক, কেন?

1099

নিউজ ডেস্ক: বেতন নেই তিন মাস! ছুটি নিয়ে দিনমজুরের কাজ করছেন স্কুল শিক্ষক। তিন মাস ধরে বেতন পাননি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক৷ এদিকে সংসার চালাতে গিয়ে হিমশিম পরিস্থিতি৷ তাই শেষে দিনমজুরের কাজে নামলেন তিনি৷

ঘটনা ঘটেছে ওড়িশার বালাঙ্গির জেলার পুনিনটালা ব্লকের বন্ধনবহল গ্রামে। ওই শিক্ষক প্রভুদত্তা সাহু গ্রামের সরকারি প্রাথমিক স্কুলে পড়ান৷ তাঁর অভিযোগ, তিন মাস ধরে তিনি কোনও বেতন পাননি৷ এদিকে সংসারের খরচখরচা তো বন্ধ রাখা যায় না। 

শিক্ষক প্রভুদত্তা সাহু জানিয়েছেন, বেতন না পেয়ে চরম আর্থিক অনটনে দিন কাটছে তাঁর ৷ এই অবস্থায় পরিবারের খরচখরচা চালাতে দিনমজুরের কাজ করা ছাড়া আর কোনও উপায় নেই তাঁর কাছে ৷ জানা গিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছেন।

পড়ুন:  যে কোনো সময়…! সুপ্রিম কোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের শিক্ষকরা, বাড়ছে চিন্তা, যা জানা যাচ্ছে

তিনি বলেন, “আমি বেতন পাচ্ছি না, কিন্তু ছুটি তো নিতেই পারি ৷ তাই ছুটি নিয়ে মাঠে দিনমজুরের কাজ করছি ৷”

প্রাথমিক শিক্ষক প্রভুদত্তা সাহুর বেতন না-পাওয়া নিয়ে অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারিক কেশব মেহের জানান, সাহু ওড়িশা স্টেট অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্যাডার-এর অন্তর্ভুক্ত এক্স-ক্যাডার ৷ digiGOV ওয়েবসাইটে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে গত দু’মাস ধরে এই ধরনের শিক্ষকদের বেতন পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ এই ওয়েবসাইটের মাধ্যমেই বেতন দেওয়া হয়। সমস্যা মিটে গেলেই দ্রুত বেতন দেওয়া হবে।