Homeপশ্চিমবঙ্গBig News: "একটু স্বস্তি পেলাম...” সুপ্রিম কোর্টে OBC মামলা নিয়ে বিরাট খবর...

Big News: “একটু স্বস্তি পেলাম…” সুপ্রিম কোর্টে OBC মামলা নিয়ে বিরাট খবর সামনে এল

নিউজ ডেস্ক: এবার ওবিসি সার্টিফিকেট মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বড় খবর সামনে এল। OBC শংসাপত্র মামলায় নতুন করে সমীক্ষা করবে রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়ে নতুন করে সমীক্ষার কাজ করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিন মাস সময় লাগবে এই কাজ করতে, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল। আদালত তাঁর প্রস্তাবে মান্যতা দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, জুলাই মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি।

পড়ুন:  SSC ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি কি হল? আপডেট জেনেনিন

মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের তরফে এই বিষয়ে জানানো হয়। বিচারপতি বি আর গবই বলেন, “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম।” তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।

এদিন, সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি আর গবই জানতে চান, রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। তাতে রাজ্যের আইনজীবী জানান, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। কারণ, অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এর পরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গবই। 

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। এর ফলে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments