নিউজ ডেস্ক: এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও বড় খবর সামনে এল। রাজ্যে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তা জানতে চাইল পর্ষদ। সেই হিসাব পেলেই নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনই খবর সামনে আসছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। এরজন্য রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তা জানতে চাইল পর্ষদ৷ স্কুল শিক্ষা দফতরের থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। প্রত্যেকটি জেলা ধরে ধরে তালিকা দিতে স্কুল শিক্ষা দফতরকে বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞাপন দিতে চায় তাঁরা। ২০২২ ও তার আগের এবং ২০২৩ এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন।
জেলা ভিত্তিক শূন্যপদ চাওয়া হয়েছে। রাজ্যের থেকে শূন্য পদের তালিকা পেলেই নিয়োগের ফের বিজ্ঞাপন দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। কিছুদিন আগেই পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন চলতি বছরের টেট পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরেই টেট নেওয়া হবে বলে জানান তিনি। সেই ঘোষনা মতই এগোচ্ছে পর্ষদ।