আছেন জয়েন্ট বিডিও, স্কুল শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক! ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি অন্তত ৩০ জনের

7767
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার এক বড় দুর্নীতির অভিযোগ সামনে এল। মালদা জেলায় ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি করছেন অন্তত ৩০ জন! মালদা জেলায় বিভিন্ন ব্লকে রমরমিয়ে জাল সার্টিফিকেটের কারবার চলছে বলে দাবি করে মামলা হল হাইকোর্টে। সেই মামলায় মহকুমাশাকদের তদন্ত করে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। 

পড়ুন:  নজিরবিহীন: এসএসসির বেআইনি নিয়োগে ‘চিহ্নিত’ ১০,৭৫০ জন, দেখেনিন হিসাব

এই বিষয়ে মামলাকারী গৌরাঙ্গ মণ্ডলের দাবি, মালদা জেলা জুড়ে রমরমিয়ে জাল সার্টিফিকেটের কারবার চলছে। বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা স্থানীয় নেতাদের একাংশের মদতে তৈরি করে ফেলছে জাল এসসি ও ওবিসি সার্টিফিকেট। প্রশাসনিক আধিকারিকদের একাংশও যুক্ত তার সঙ্গে। জেলার বিভিন্ন সরকারি দফতরে বহাল তবিয়তে চাকরি করছেন জাল সার্টিফিকেটধারীরা।

মামলাকারী দাবি করেছেন, মালদা জেলা জুড়ে অন্তত ৩০ জন এমন মানুষ সংরক্ষিত পদে সরকারি চাকরি করছেন যাদের সার্টিফিকেট জাল। তাদের শিক্ষাগত যোগ্যতা বা পারিবারিক নথিতে কোথাও তাদের জাতির উল্লেখ নেই। হঠাৎ করে চাকরি পাওয়ার আগে তারা হয়ে গিয়েছেন তফশিলি জাতি বা উপজাতিভুক্ত। 

পড়ুন:  পশ্চিমবঙ্গ: ডিএ মামলার শুনানি ১৪ বার পিছিয়েছে! দ্রুত শুনানি এবং নিষ্পত্তির দাবিতে সুপ্রিম কোর্টে গণমেল

এই ভাবে চাকরি পাওয়াদের মধ্যে রয়েছেন জয়েন্ট বিডিও, স্কুল শিক্ষক, প্রাথমিক স্কুলের শিক্ষক। এছাড়াও বিভিন্ন পদে কর্মরত রয়েছেন তাঁরা। মামলাকারীর অভিযোগ, এই মামলায় মহকুমাশাসককে তদন্ত করে পদক্ষেপের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু প্রশাসনেরই একাংশ দুর্নীতিতে যুক্ত থাকায় কোনও পদক্ষেপ করছেন না মহকুমাশাসক। তদন্তের অগ্রগতির ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি তাঁকে।