হবে ৪০০-র বেশি সহকারী অধ্যাপক নিয়োগ! সরকারি কলেজে নিয়োগ নিয়ে ত্রিপুরায় বড় ঘোষণা

Assistant Professor Recruitment Tripura College

5126
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: এবার ত্রিপুরায় কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে বড় ঘোষনা করা হল। ত্রিপুরার কলেজগুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতে ৪০০ জনেরও অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করবে সরকার, এমনই ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপকের স্বল্পতা নিরসনের জন্য রাজ্য সরকার ২০০ জন সহকারী অধ্যাপক, ১২ জন পার্টটাইম শিক্ষক নিয়োগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এছাড়া আরও ২০১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে (TPSC) প্রস্তাব পাঠানো হয়েছে।

ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৩১টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। তিনি জানান, ‘‘এই সময়ে আমাদের ৩১টি সাধারণ ডিগ্রি কলেজে মোট ৭২,০০৯ জন ছাত্রছাত্রী রয়েছে। আমাদের কাছে ৭৮৭ জন পিজিটি, এসিস্ট্যান্ট প্রফেসর, এসোসিয়েট প্রফেসর ও প্রফেসর রয়েছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ঘাটতি মেটাতে আমরা ২০১ জন এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য টিপিএসসি (ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন) -এর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি।’’

এছাড়াও রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলির জন্য আরও ২০০ জন সহকারী অধ্যাপক (এসিস্ট্যান্ট প্রফেসর) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য অর্থ দপ্তর ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া মন্ত্রিসভার যাবতীয় নিয়ম অনুসরণ করে করা হবে এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 

পড়ুন:  ইন্টারভিউয়ের মাধম্যে রাজ্যের কলেজে বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে, জেনেনিন