নিয়োগ দুর্নীতি: ফের কাঠগড়ায় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। এল নিয়োগ দুর্নীতির অভিযোগ। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে। চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থও হয়েছেন। বিভিন্ন সময় আদালতে প্রশ্নের মুখে পড়েছে কমিশন।
এবার এক দুর্নীতি ঢাকতে গিয়ে আর এক দুর্নীতি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) বিরুদ্ধে। সংরক্ষিত তালিকায় গরমিল করে একজনকে বঞ্চিত করে অন্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে কমিশনের বিরূদ্ধে।
অভিযোগ উঠছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। বঞ্চিত প্রার্থী জয়কৃষ্ণ গড়াই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, তাকে বঞ্চিত করে অন্য একজনকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ সার্ভিস কমিশনকে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছেন