Assistant Professor: সহকারী অধ্যাপক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করবে UPSC, কত শূন্যপদ?

837
Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী অধ্যাপক সহ আরও বেশ কিছু পদে নিয়োগ করা হবে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনে ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর, জওহরলাল নেহেরু রাজকীয়া মহাবিদ্যালয়ে রসায়নের সহকারী অধ্যাপক (UPSC Recruitment 2025), আন্দামান ও নিকোবর প্রশাসনের বেশ কিছু শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

কোন কোন পদে নিয়োগ হবে?

১) ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর- ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এবং মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনে ৩টি পদে নিয়োগ হবে।

২) রসায়নের সহকারী অধ্যাপক – জওহরলাল নেহেরু রাজকীয়া মহাবিদ্যালয়ে এবং আন্দামান ও নিকোবর প্রশাসনে ৩টি পদে নিয়োগ হবে।

পড়ুন:  পুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এল বিশাল সুখবর, ১৪ হাজার প্যানেল প্রকাশে রইল না বাধা

৩) বাণিজ্য বিষয়ের সহকারী অধ্যাপক- জওহরলাল নেহেরু রাজকীয়া মহাবিদ্যালয়ে এবং আন্দামান ও নিকোবর প্রশাসনে ১টি পদে নিয়োগ হবে।

৪) কম্পিউটার সায়েন্স বিষয়ে সহকারী অধ্যাপক – জওহরলাল নেহেরু রাজকীয়া মহাবিদ্যালয়ে এবং আন্দামান ও নিকোবর প্রশাসনে ১টি পদে নিয়োগ হবে।

৫) ইংরেজির সহকারী অধ্যাপক – জওহরলাল নেহেরু রাজকীয়া মহাবিদ্যালয়ে এবং আন্দামান ও নিকোবর প্রশাসনে ২টি পদে নিয়োগ হবে।

এছাড়া অন্যান্য বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। সর্বমোট ৩৬টি পদে নিয়োগ করবে ইউপিএসসি। এর মধ্যে ৩৩টি পদই রয়েছে সহকারী অধ্যাপক পদের জন্য। বাকি তিনটি রয়েছে ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর পদের জন্য।

পড়ুন:  BIG NEWS: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে সূচি প্রকাশ এসএসসির, ডাইরেক্ট লিঙ্ক এখানে

শিক্ষাগত যোগ্যতা 

ডেঞ্জারাস গুডস ইন্সপেক্টর পদের জন্য যে কোনো শাখার স্নাতক হলেই চলবে। তবে প্রার্থীদের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন কিংবা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন কিংবা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের অধীনে ক্যাটাগরি ৬ ডেঞ্জারাস গুডস প্রশিক্ষণ নেওয়া থাকতে হবে। এছাড়া কোনও এয়ার কার্গোতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী অধ্যাপকের পদের জন্য আবেদন করতে চাইছেন, তাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং পিএইচডি প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারেন।

আবেদনের ফি

সংরক্ষিত প্রার্থী ছাড়া বাকি সকল পরীক্ষার্থীদের এই পদের জন্য আবেদন করতে হলে ২৫ টাকা জমা করতে হবে আবেদনের ফি হিসেবে। একবার এই ফি জমা দেওয়া হলে তা আর ফেরত দেওয়া হবে না।

পড়ুন:  অসাধারণ: সাইকেলের পাংচার ঠিক করে UPSC-তে 32 তম র‌্যাঙ্ক পেলেন বরুণ, IAS অফিসার হয়ে তাক লাগালেন

নির্বাচন প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলির জন্য প্রার্থী নির্বাচন করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রথমে শর্টলিস্ট করে প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখেনিন।

UPSC নিয়োগ 2025: আপনি কখন আবেদন করতে পারেন?

UPSC সহকারী অধ্যাপক নিয়োগ 2025-এর আবেদন প্রক্রিয়া 8 মার্চ, 2025 থেকে শুরু হয়েছে এবং এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ 27 মার্চ, 2025।