HomeJobAssistant Professor: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবার সুযোগ, ইন্টার্ভিউ দিয়ে হবে নিয়োগ

Assistant Professor: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবার সুযোগ, ইন্টার্ভিউ দিয়ে হবে নিয়োগ

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হবার জন্য আবেদন করা হচ্ছে। পদার্থবিদ্যায় কমপক্ষে 55% নম্বর নিয়ে M.Sc. (পদার্থবিদ্যা) এবং NET/SET পাশ প্রার্থীরা শিক্ষক পদে যোগ্য হবেন। 18 সেপ্টেম্বর, 2024-এ দুপুর 12 টায় ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।

স্থান: পদার্থবিদ্যা বিভাগ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

রিপোর্টিং সময়: 11.30 AM, 18.09.2024

পারিশ্রমিক: নিয়মানুযায়ী, ক্লাস পরিচালনার সংখ্যার উপর ভিত্তি করে পারিশ্রমিক দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা: UGC নিয়ম ও প্রবিধান অনুযায়ী। 

N.B.: প্রার্থীদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সম্বোধন করা একটি আবেদন এবং বায়ো-ডেটা সহ সমস্ত প্রাসঙ্গিক নথি/প্রশংসাপত্র আসল এবং ফটোকপিতে আনতে অনুরোধ করা হচ্ছে।

পড়ুন:  Assistant Professor: চারটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানে 150 জনেরও বেশি সহকারী আধ্যাপক পদে নিয়োগ চলছে, দারুন সুযোগ চাকরি প্রার্থীদের

BANKURA UNIVERSITY

(West Bengal Act XIX of 2013 – Bankura University Act, 2013)

Main Campus, Bankura Block II, P.O. Purandarpur

Dist. Bankura, Pin: 722 155, West Bengal (India)

Office of the Registrar

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments