Homeভারতঅবাক কান্ড: ভোটে দাঁড়ানোর জন্য সহকারী অধ্যাপক পদ থেকে পদত্যাগ করলেন এই...

অবাক কান্ড: ভোটে দাঁড়ানোর জন্য সহকারী অধ্যাপক পদ থেকে পদত্যাগ করলেন এই ব্যক্তি, কি বালবেন?

নিউজ ডেস্ক: ভোটে দাঁড়ানোর জন্য সহকারী অধ্যাপক পদের চাকরি ছাড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনায়। এমএলসি স্নাতক নির্বাচনী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সহকারী অধ্যাপক পদত্যাগ করেছেন প্রসন্ন হরিকৃষ্ণ।

সিদ্দিপেট জেলার গাজওয়েলের গভর্নমেন্ট ডিগ্রী কলেজ ফর উইমেনের সহকারী অধ্যাপক পদে চাকরি করতেন প্রসন্ন হরিকৃষ্ণ। পরবর্তী করিমনগর স্নাতক কেন্দ্রের এমএলসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার সাংবাদিকদের কাছে এই ঘোষণা করে, হরিকৃষ্ণ বলেন যে জনগণের সেবা করার জন্য, তিনি তার 19 বছরের পরিষেবা উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়ে তিনি বলেছিলেন যে পদত্যাগের পরে, তিনি রেনিকুন্তা টোল প্লাজা থেকে করিমনগর শহরে একটি সমাবেশ করবেন যেখানে তিনি পদ্মনায়ক ফাংশন হলে একটি সভায় বক্তব্য দেবেন।

সভায় বুদ্ধিজীবী, স্নাতক, বেকার যুবক, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেবেন। ভোট দাঁড়ানোর জন্য সহকারী অধ্যাপক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!