এমএসসি ও বিএড করা শিক্ষকের থেকে সরকারি স্কুলে বেতন বেশি দশম শ্রেণি পাশ দারোয়ানের!

শিক্ষকের যোগ্যতা হিসাবে থাকতে হবে বিএসসি বা এমএসসি এবং টেট পাশ ও বিএড যেখানে দারোয়ানের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ।

2643
স্কুল শিক্ষক
প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক: এবার এক অবাক করা ঘটনা সামনে এল। শিক্ষক থেকে সরকারি স্কুলে বেতন বেশি দারোয়ানের! অবাক করার মত হলেও এমনই একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে।  একটি সরকারি স্কুলের বিজ্ঞাপন ভাইরাল সোশাল মিডিয়ায়৷ যেখানে সরকারি স্কুলে শিক্ষক ও দারোয়ান পদের জন্য দরখাস্ত চাওয়া হয়েছে।

পড়ুন:  স্কুলে যাচ্ছিলেন শিক্ষক.. বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে দেওয়া হল বিয়ে! ঘটনা ঘিরে তোলপাড়

ওই চাকরির বিজ্ঞাপনে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী, শিক্ষক ও দারোয়ান পদে দরখাস্ত চাওয়া করা হয়েছে। যেখানে স্পষ্ট দারোয়ানের বেতন বেশি এবং শিক্ষকের কম। শিক্ষকের বেতন 8450 টাকা হলেও দারোয়ানের বেতন দেওয়া হবে 10630 টাকা।

বিজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষকের যোগ্যতা হিসাবে থাকতে হবে বিএসসি বা এমএসসি এবং টেট পাশ ও বিএড যেখানে দারোয়ানের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ।

পড়ুন:  স্ত্রীর পরকীয়া থেকে জন্ম নিলেও সন্তানের দায়িত্ব নিতে হবে স্বামীকেই: সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। বিএসসি, এমএসসি ও বিএডের যোগ্যতা অর্জনের পরও তরুণদের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

যদিও ভরমৌরের ওই সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ অরুণা চাদক বলেন, “স্কুলের অধীনে কস্তুরবা গান্ধি হস্টেলে একজন শিক্ষক মোতায়েন করা হবে যিনি সকাল-সন্ধ্যা এক ঘণ্টা করে ছাত্রীদের পড়াবেন। বিজ্ঞাপনে স্পষ্ট যে এটি চুক্তিভিত্তিক চাকরি। আর দারোয়ানের চাকরি স্থায়ী।”

পড়ুন:  অসাধারণ সাফল্য: ইউটিউব ভিডিও দেখেই প্রত্যন্ত গ্রাম থেকে সিভিল সার্ভিস পরীক্ষা পাস করে তাক লাগিয়ে দিলেন বিনি