Homeভারতএমএসসি ও বিএড করা শিক্ষকের থেকে সরকারি স্কুলে বেতন বেশি দশম শ্রেণি...

এমএসসি ও বিএড করা শিক্ষকের থেকে সরকারি স্কুলে বেতন বেশি দশম শ্রেণি পাশ দারোয়ানের!

শিক্ষকের যোগ্যতা হিসাবে থাকতে হবে বিএসসি বা এমএসসি এবং টেট পাশ ও বিএড যেখানে দারোয়ানের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ।

নিউজ ডেস্ক: এবার এক অবাক করা ঘটনা সামনে এল। শিক্ষক থেকে সরকারি স্কুলে বেতন বেশি দারোয়ানের! অবাক করার মত হলেও এমনই একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে।  একটি সরকারি স্কুলের বিজ্ঞাপন ভাইরাল সোশাল মিডিয়ায়৷ যেখানে সরকারি স্কুলে শিক্ষক ও দারোয়ান পদের জন্য দরখাস্ত চাওয়া হয়েছে।

ওই চাকরির বিজ্ঞাপনে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিজ্ঞাপন অনুযায়ী, শিক্ষক ও দারোয়ান পদে দরখাস্ত চাওয়া করা হয়েছে। যেখানে স্পষ্ট দারোয়ানের বেতন বেশি এবং শিক্ষকের কম। শিক্ষকের বেতন 8450 টাকা হলেও দারোয়ানের বেতন দেওয়া হবে 10630 টাকা।

বিজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষকের যোগ্যতা হিসাবে থাকতে হবে বিএসসি বা এমএসসি এবং টেট পাশ ও বিএড যেখানে দারোয়ানের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ।

বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। বিএসসি, এমএসসি ও বিএডের যোগ্যতা অর্জনের পরও তরুণদের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

যদিও ভরমৌরের ওই সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ অরুণা চাদক বলেন, “স্কুলের অধীনে কস্তুরবা গান্ধি হস্টেলে একজন শিক্ষক মোতায়েন করা হবে যিনি সকাল-সন্ধ্যা এক ঘণ্টা করে ছাত্রীদের পড়াবেন। বিজ্ঞাপনে স্পষ্ট যে এটি চুক্তিভিত্তিক চাকরি। আর দারোয়ানের চাকরি স্থায়ী।”

পড়ুন:  শোক সংবাদ: মাত্র ৩২ বছর বয়সে মৃত্যু হল স্কুল শিক্ষকের, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!