নিউজ ডেস্ক: চাকরিহারা শিক্ষাকর্মীদের নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে-মাসে দেওয়া হবে টাকা। যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও গ্রুপ-সি ও গ্রুপ ডি কর্মীদের কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেয়নি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শনিবার ফোনে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন।
শনিবার ফোনে তাঁদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন। চাকরিহারা এই সকল কর্মীদের মাসে-মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার। Group C-দের জন্য ২৫ হাজার টাকা ও Group D-দের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি, গ্রুপ ডি’র প্রতিনিধিরা জানান, “গ্রুপ সি ৩০ হাজার, গ্রুপ ডি’র ২৫ হাজার করা হোক।”
শিক্ষাকর্মীদের ‘ভাতা’ নয়, যোগ্যদের চাকুরি বহাল রাখা ও পুরো বেতনের দায়িত্ব সরকারকে নিতে হবে! এমনই দাবি করল শিক্ষক সংগঠন STEA.
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (STEA) সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, “রাজ্য সরকারের ও শাসকদলের চূড়ান্ত দুর্নীতির কারণে চাকরিহারা শিক্ষাকর্মী – গ্রুপ সি , গ্রুপ ডি-দের মাসিক ভাতা যথাক্রমে ২৫০০০ টাকা এবং ২০০০০ টাকা শ্রমদপ্তর থেকে আর্থিক সাহায্যের ঘোষণা চূড়ান্ত বিভ্রান্তিকর ও অত্যন্ত অসম্মানজনক। আমাদের সমিতি দৃঢ়তা সাথে দাবি করে ‘রাজ্য সরকারকেই স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত শিক্ষাকর্মীদের চাকরি সসম্মানে ফিরিয়ে দিতে হবে এবং প্রাপ্য বেতন চালু রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বলাই বাহুল্য দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষাকর্মীদের অনশন সহ লড়াকু আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই এবং আগামীদিনে শিক্ষক-শিক্ষাকর্মীদের বৃহত্তর যুক্ত আন্দোলন গড়ে তোলার আবেদন জানাই।”