Assistant Professor: স্কটিশ চার্চ কলেজে সহকারী অধ্যাপক ও লাইব্রেরিয়ানের পদে নিয়োগ

1292
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কলকাতার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং লাইব্রেরিয়ানের পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। 

পড়ুন:  Maharashtra: 4,435টি শূন্যপদে সহকারী অধ্যাপক পদে নিয়োগ শীঘ্রই শুরু হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী

নিয়োগের গুরুত্বপূর্ণ বিবরণ

– পদ: সহকারী অধ্যাপক (গণিত) ও লাইব্রেরিয়ান

– আবেদনের তারিখ: ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৫

– আবেদন ফি: আবেদন ফি ৫০০ টাকা

– আবেদন পদ্ধতি: কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে জমা দিতে হবে।

শূন্য পদের বিবরণ

পড়ুন:  Assistant Professor: সহকারী অধ্যাপক পদে নিয়োগের ঘোষণা দিয়েছে MPPSC, পাবেন বাম্পার বেতন! আবেদন শুরু কবে?

গণিত: ১টি      

লাইব্রেরিয়ান: ১টি      

সাধারণ নির্দেশাবলী

– নিয়োগ প্রক্রিয়া ইউজিসি রেগুলেশন ২০১৮ মেনে সম্পন্ন হবে।

– আবেদনকারীদের অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথি পত্র সংযুক্ত করতে হবে।

– অসম্পূর্ণ আবেদন গ্রাহ্য করা হবে না।

– নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরিবর্তন বা সংশোধনী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পড়ুন:  Assistant Professor: সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যাপনার সুযোগ, আবেদন করে ফেলুন দ্রুত

আবেদনকারী চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ড. মধুমঞ্জরী মণ্ডল, অধ্যক্ষ, স্কটিশ চার্চ কলেজের ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়াও, গুগল ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। আরও বিস্তারিত জানতে কলেজের ওয়েবসাইট দেখুন: [www.scottishchurch.ac.in]।