পশ্চিমবঙ্গ: রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় খবর, সুবিধা হবে নাকি কপাল পুড়বে রাজ্যের কর্মীদের?

4030
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে বারেবারে পিছিয়ে যাচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা মামলা। আগামী ২২ এপ্রিল শীর্ষ আদালতে ডিএ মামলা ওঠার কথা রয়েছে। এই আবহে বড় ঘোষণা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ১২ এপ্রিল একটি ফেসবুক পোস্টে বড় দাবি করেছেন তিনি। 

ডিএ মামলার আগামী শুনানিতে সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী থাকবেন বলে দাবি করলেন সংগঠনের ‘মুখ’ ভাস্কর ঘোষ। এই নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট করে জানিয়ে দেন, যদি সেই আইজীবীর কোনও আন্তর্জাতিক মামলা না থাকে, তাহলে তিনি তাঁদের হয়ে লড়বেন।

ভাস্কর বাবুর পোস্টেই আইনজীবীর পরিচয় জানতে চেয়ে কমেন্ট করা হয়েছে। তেমনই একটি কমেন্টে ভাস্কর ঘোষ লেখেন, ‘ওনাকে দিয়ে যাঁরা মামলা করান… যদিও পশ্চিমবঙ্গে এই ধরনের মানুষ কম আছেন, একবার জিজ্ঞেস করুন যেটা বলেছি সেটা তাঁরাও বলবেন। প্রথমত দেশে থাকেন না। আন্তর্জাতিক মামলা লড়লে গুরুত্ব অনুযায়ী থাকব বলেও থাকতে পারেন না অনেক সময়। এটা ওনার সাথে কথা বললে বলেই দেন। সেটাই সবাইকে জানিয়ে দিলাম।’

পড়ুন:  69000 শিক্ষক নিয়োগ: সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, প্রার্থীরা হতাশ, দীপাবলির পরে এই তারিখে হবে শুনানি

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের কিছুটা মতবিরোধ শুরু হয়েছে। ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে সেটার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 

কেন সংগ্রামী যৌথ মঞ্চের যুক্ত হওয়ার আবেদনের বিরোধিতা করা হচ্ছে, সেটাও ব্যাখ্যা করতে গিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে। আরও সময় চাইতে পারে রাজ্য সরকার। একটা মামলা যখন শেষপর্যায়ে আছে, তখন তো সেই পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে দাবি করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক।