Home পশ্চিমবঙ্গ SSC: আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানির সম্ভাবনা, তাকিয়ে রয়েছেন চাকরিহারারা

SSC: আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানির সম্ভাবনা, তাকিয়ে রয়েছেন চাকরিহারারা

145
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে সদ্যই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। এই অবস্থায় শীর্ষ আদালতে আবেদন করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে পর্ষদ আবেদন জানিয়েছে, অযোগ্য হিসেবে চিহ্নিত নন, এমন প্রার্থীদের সাময়িকভাবে চাকরি করার অনুমতি দিক আদালত। আজ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানির সম্ভাবনা সুপ্রিম কোর্টে। এই দিকেই তাকিয়ে আছেন চাকরিহারারা। 

পড়ুন:  প্রধান বিচারপতি চন্দ্রচূড় আর রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনবেন না, যা জানাল জানাল সুপ্রিম কোর্ট, কি হবে?

সোমবার সুপ্রিম কোর্টে যায় মধ্যশিক্ষা পর্ষদ। তারা আবেদন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত কিংবা যতদিন না নতুন করে নিয়োগ হচ্ছে, ততদিন ২০১৬ সালের প্যানেলের ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি করতে অনুমতি দেওয়া হোক।

মঙ্গলবার বিষয়টি ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে উত্থাপন করেছিলেন পর্ষদের আইনজীবী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বুধবার আবেদনের শুনানি হতে পারে। পর্ষদ, অযোগ্যদের জন্য আবেদন করেনি।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেক স্কুলই শিক্ষকের অভাবে ধুঁকছে। পঠনপাঠন ব্যাহত হচ্ছে। সেই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে পর্ষদ। এখন দেখার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়!