কোনও নথি দেখাতেই পারলেন না! নেতাজি ইনডোরে চাকরিহারাদের লাইন থেকে আটক ‘অযোগ্য’ শিক্ষক

676
Oplus_16908288

নিউজ ডেস্ক: নেই কোনও নথি! নেতাজি ইনডোরে চাকরিহারাদের লাইন থেকে আটক হলেন এক ‘অযোগ্য’ শিক্ষক। সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের বৈঠকে ধরা পড়েছেন এক ‘অযোগ্য’ শিক্ষক। তাঁকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

সোমবার নেতাজি ইনডোরে চাকরিহারাদের সভায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় সদ্য যোগ্য চাকরিহারারা যোগ দেন। প্রচুর জনসমাগম হয়। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান নেতাজি ইনডোর স্টেডিয়াম চত্বরে। এই লাইন থেকেই এক ‘ভুয়ো’ শিক্ষককে পাকড়াও করেন অন্যান্যরা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে লাইনে থাকা অন্য এক চাকরিহারা শিক্ষক বলেন, ”ওই যুবককে দেখে কারও হয়তো সন্দেহ হয়েছিল। তারপর তাঁকে ওমএমআর শিট সহ অন্যান্য নথি দেখাতে বলা হয়। কিন্তু তিনি দেখাতে পারেননি। এমনকী, পালানোরও চেষ্টা করেন। তখনই তাঁকে পাকড়াও করা হয়।” অন্য একজনের বক্তব্য, ”আমরা যোগ্য এবং তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। বারবার সেই প্রমাণ আমরা দিয়েওছি। তবুও আজ আমরা বঞ্চিত।”

এই মুহূর্তে যোগ্য এবং অযোগ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজ্যে। যোগ্য চাকরিহারারা দাবি করছেন, সরকারের কাছে পরিষ্কার কারা অযোগ্য। ২৬ হাজারের মধ্যে অন্তত ৬-৭ হাজার জন অযোগ্য রয়েছে। কিন্তু তাদের জন্য যোগ্যদের আজ এই অবস্থা।

পড়ুন:  NIOS থেকে 18 মাসের DELED করা প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ! দেওয়া হল তদন্তের নিদের্শ, সমস্যায় পড়বেন বহু শিক্ষক

নেতাজি ইনডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, ”আমি বেঁচে থাকতে কোনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না। আমরা কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইব যাঁরা এতদিন কাজ করতেন, তাঁরা কী করবেন? নতুন পরীক্ষা নিতে বলেছেন, আগে জানতে চাই, যাঁরা শিক্ষক ছিলেন এতদিন, তাঁদের জন্য কী ব্যাখ্যা? স্কুল কে চালাবে? সবজায়গায় রাজনীতি করা হচ্ছে। তবে, আমি থাকতে কোনও যোগ্যের চাকরি যাবে না।”

পড়ুন:  এবার পার্শ্ব-শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চাকরি-সঙ্কট কাটাতে বিকল্প পরিকল্পনা নিয়ে যা ভাবনা-চিন্তা করছে রাজ্য