Homeপশ্চিমবঙ্গকলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিদ্যালয়ের শিক্ষকদের 'এ' ক্যাটাগরির বেতন স্কেল প্রদান

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিদ্যালয়ের শিক্ষকদের ‘এ’ ক্যাটাগরির বেতন স্কেল প্রদান

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে জেলার প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষককে ‘এ’ ক্যাটাগরির বেতন স্কেল প্রদানের নির্দেশ দিয়েছে। গত ১৩ মার্চ জারি করা এক অফিস মেমোতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।  

কাউন্সিল চেয়ারম্যানের স্বাক্ষরিত মেমো অনুযায়ী, কলকাতা হাইকোর্টের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের রায়ে উল্লিখিত রিট পিটিশন (WPA 22526 of 2024) মোতাবেক, এনসিটিই (NCTE) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকরা তাদের যোগদানের তারিখ থেকেই এই বেতন স্কেলের অধিকারী হবেন। এ সংক্রান্ত বিদ্যালয় পরিদর্শকদের (সাব-ইনস্পেক্টর) কাছে বেতন সংশোধনের জন্য দ্রুত পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে।  

মেমোতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের পিছনের বেতনের (অ্যারিয়ার) বিল দ্রুত পরিষদে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার, মুরশিদাবাদের প্রাথমিক শিক্ষা বিষয়ক জেলা পরিদর্শক এবং অর্থ নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সব বিভাগে পাঠানো হয়েছে।  

প্রসঙ্গত উল্লেখ্য, রিট পিটিশনকারী রেজাউল শেখ ও অন্যান্য শিক্ষকদের দাবির প্রেক্ষিতে হাইকোর্টের এই আদেশ জারি হয়। বেতন স্কেল পুনর্বিন্যাসের মাধ্যমে শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিষদ সূত্রে জানা গেছে।  

শিক্ষক

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই এই নির্দেশকে তাঁদের দীর্ঘদিনের দাবির স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে, বেতন সংশোধন ও অ্যারিয়ার পরিশোধ প্রক্রিয়া কত দ্রুত বাস্তবায়িত হয়, তা এখনই দেখার বিষয় বলে মনে করছেন স্থানীয় শিক্ষক সংগঠনগুলি।

পড়ুন:  1,06,617 শূন্যপদে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং 3.0 স্থগিত; এখানে নতুন তারিখ দেওয়া হল
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments