Homeপশ্চিমবঙ্গBIG NEWS: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের! কেন?

BIG NEWS: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের! কেন?

নিউজ ডেস্ক: যাদবপুর কাণ্ডে এবার বড় খবর সামনে এল। আদালতের নির্দেশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে মামলা দায়ের হল। খুনের চেষ্টা, শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে এই অভিযোগের তদন্ত কতদূর এগোল তাও আগামী বুধবার আদালতকে জানাতে হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হল। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতায় ১১৫, ১১৫(২), /৭৪/৩৫১(৩)/১০৯/৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে।

মামলার শুনানিতে আদালতে উঠে আসে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ৭টি FIRএর ভিত্তিতে মামলা দায়ের হলেও যার গাড়ির নীচে চাপা পড়ে ছাত্র আহত হয়েছে তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। এর পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। 

আহত ছাত্র ইন্দ্রানুজ রায় যে অভিযোগপত্র পুলিশকে জমা দিয়েছেন সেটিকেই FIR বলে ধরে নিয়ে আজই মামলা করতে হবে। আদালতের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ।

পড়ুন:  SSC আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরি পেলেও নেবেন না অমিতকুমার মণ্ডল, কারন জানলে ভালো লাগবে আপনার
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments