Homeদক্ষিণবঙ্গ'বেতন বৃদ্ধি করলে ভালো হয়...' সংসার চালাতে সাইকেল সারান শিক্ষক!

‘বেতন বৃদ্ধি করলে ভালো হয়…’ সংসার চালাতে সাইকেল সারান শিক্ষক!

নিউজ ডেস্ক: এবার একটি করুন ছবি সামনে এল। সংসার টানতে সাইকেল সারান বেলপাহাড়ির প্রাথমিক শিক্ষক। ২০১২ সালে তিনি কাঁকড়াঝোড় প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক হিসেবে যোগ দেন। বেতন যা পান, তা দিয়ে সংসার চলে না। তারউপর ঋণের বোঝাঁ। ফলে সাইকেল সারাইয়ের কাজ করতে হচ্ছে ওই শিক্ষককে।

ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার বাসিন্দা ধর্মাল মান্ডি। ২০১২ সালে তিনি কাঁকড়াঝোড় প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষক হয়ে উঠলেও সংসার চালাতে সকাল বিকেল সাইকেল সারাতে হচ্ছে বছর চল্লিশের ধর্মালকে।

কিন্তু কেন এই কাজ করতে হচ্ছে? ধর্মাল মান্ডি বলেন, ‘সামান্য মাইনের এই চাকরির জন্য আবাস যোজনার বাড়ি পাইনি। বাড়ি তৈরি করতে গিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয়েছে। এখন মাসিক পরিশোধ করতে গিয়ে হাতে একটাও টাকা থাকে না। সংসার চালাতেই সাইকেল সারাই করতে হচ্ছে। 

তিনি আরও বলেন, ২০২২ সালে বেলপাহাড়ির একটি ব্যাঙ্ক থেকে ধর্মাল এক লক্ষ টাকা এবং তার স্ত্রী নামে একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন। এর পর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার ৯০ শতাংশ টাকা তুলে একতলা একটি পাকা বাড়ি তৈরি করেন ধর্মাল। বাড়ি করার পর সংসার চালাতে হিমশিম হয় তাঁকে। তাই বাড়ির উঠোনেই সাইকেল সারাইয়ের দোকান দেন তিনি। স্কুল সময়টা বাদ দিয়ে সকাল ও বিকেলে এ কাজ করেন তিনি।

ধর্মালের পরিবারে মা, স্ত্রী ও চতুর্থ শ্রেণির পড়ুয়া ছেলে রয়েছে। ছোট বাড়ি হওয়ায় বিয়ের পর প্রতিবেশীর একটি বাড়ি ভাড়া নেন ধর্মাল। ধর্মাল বলেন, ‘পার্শ্বশিক্ষক পদে আমাদের বেতন বৃদ্ধি করলে ভালো হয়। টেট উত্তীর্ণ হয়েছি। সেখানেও যদি নিয়োগপত্র পাই তা হলে হয়তো আর আমাকে সাইকেল সারাতে হবেনা।’

পড়ুন:  শিক্ষক নিয়োগ: CTET যোগ্য প্রার্থীরা RRB শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারেন? জেনেনিন
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments