Homeপশ্চিমবঙ্গস্কুল ও মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মী, লাইব্রেরীয়ানদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম লাগু...

স্কুল ও মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মী, লাইব্রেরীয়ানদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম লাগু করতেই হবে! প্রয়োজন কেবল সদিচ্ছার

নিউজ ডেস্ক: আজ, ২৫ ফেব্রুয়ারি দুপুর ১ টায় নবান্নে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নিকট সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীর জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম -২০১৪ চালুর দাবিতে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। শিক্ষকদের দাবি, এর জন্য রাজ্য সরকারের কোন আর্থিক ক্ষতি যে হবে না, কেবল চাই সদিচ্ছা এবং বাস্তবসম্মত উদ্যোগ।

যদিও অভিযোগ উঠছে এই ডেপুটেশন কর্মসূচি ভন্ডুল করতে উঠে পড়ে লাগে পুলিশ। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০১৪-এর দাবিতে প্রতিনিধিমূলক নবান্ন ডেপুটেশনের আগে যাওয়ার পথে সাঁতরাগাছি থেকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের (SUA) সাধারণ সম্পাদক কিংকর অধিকারীকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, “ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০১৪-এর দাবিতে প্রতিনিধিমূলক নবান্ন ডেপুটেশনের আগে যাওয়ার পথে সাঁতরাগাছি থেকে আমাকে অ্যারেস্ট করে শিবপুর থানায় নিয়ে যায়। দীর্ঘ সময় আটকে রাখার পর ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়েছে। গতকাল থেকে পুলিশি জুলুম চলে। বাড়িতে পাঠানো হয় পুলিশ। শেষ পর্যন্ত আমরা ডেপুটেশন কপি মুখ্যমন্ত্রী, চিপ সেক্রেটারি, ফিন্যান্স সেক্রেটারি উদ্দেশ্যে জমা দিয়েছি। আমাদের বলা হয়েছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে শিক্ষা দপ্তরে পাঠানো হবে সেখান থেকে ফিডব্যাক কি আমাদের জানানো হবে।”

একই সঙ্গে তিনি বলেন, “প্রতিনিধি মূলক ডেপুটেশনে পুলিশ প্রশাসনের এই ভূমিকাকে তীব্র ধিক্কার জানাই। সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের সমস্ত শিক্ষক-শিক্ষাকর্মী, লাইব্রেরীয়ানদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম – ২০১৪ লাগু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তথ্য দিয়ে আমরা দেখিয়েছি এর জন্য সরকারের অতিরিক্ত কোন আর্থিক ব্যয় হবে না। প্রয়োজন কেবল সদিচ্ছার।”

পড়ুন:  শিক্ষক নিয়োগ: প্রাথমিক-সহ অন্যান্য স্তরে দ্রুত শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানালেন এই কথা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments