রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ইএল এর সুবিধা দিতেই হবে! নবান্নে দাবিপত্র পেশ

7265
নবান্ন ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: এবার শিক্ষকদের ইএল চালুর দাবিতে নবান্নে ডেপুটেশন দেওয়া হল। আজ নবান্নে স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য সরকারি কর্মচারীদের মতো আর্নড লিভ চালুর জন্য শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারী ও এডিশনাল চিফ সেক্রেটারী (ফাইনান্স) কে দাবিপত্র দেওয়া হলো। এছাড়াও শিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষা কমিশনারকে দাবিপত্র পাঠানো হয়েছে।

পড়ুন:  PhD Admission: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, দেখেনিন এক ক্লিকেই

রাজ্যের সমস্ত সরকার পোষিত স্কুল ও মাদ্রাসার সকল স্তরের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য সরকারি কর্মচারীদের ইএল অনুসরণে বছরে ৩০টি করে ও গোটা চাকরীজীবনে মোট ৩০০টি ইএল চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল শিক্ষকরা। রাজ্য সরকারের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, মিড ডে মিল, তরুণের স্বপ্ন, ঐক্যশ্রী সহ ২০টির বেশি প্রকল্প স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সফলভাবে এগিয়ে নিয়ে চলেছে। 

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সহ সকল কর্মচারীরা সরকারি কর্মচারীদের মতোই আর্নড লিভ পেলেও স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই সুযোগ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। সংগঠনটি সরকারি কর্মচারী, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ ইএল এর সুবিধা প্রাপ্ত সকল স্তরের রাজ্যের সরকারী কর্মচারীদের মতো স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য বছরে দুই স্তরে ১৫দিন করে অগ্রিম ইএল জমা, সারা চাকুরীজীবনে সর্বোচ্চ ৩০০ দিনের ছুটি চালু, ব্যক্তিগত ও অসুস্থতাজনীত কারণে এবং ক্যাজুয়াল লিভ ছাড়া সব ধরনের ছুটির সাথে ইএল নেওয়ার বিধি সহ ইএল চালুর দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মনোজ কুমার মন্ডল বলেন, “সরকারের সমস্ত সাফল্যের মূল কান্ডারী রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ইএল এর সুবিধা অবিলম্বে দেওয়া দরকার।”