Homeপশ্চিমবঙ্গউচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ ও আগামী সেশনে পাঠক্রম নিয়ে...

উচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ ও আগামী সেশনে পাঠক্রম নিয়ে নির্দেশিকা সংসদের, অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি

নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল শিক্ষক – শিক্ষিকা – শিক্ষাকর্মী, পরীক্ষা পার্সোনেল, পরীক্ষার্থী, অভিভাবক সহ পরীক্ষার সাথে যুক্ত অন্যান্যদেরকে স্মার্টফোন সহ ওয়ারলেস হেডফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচের মতো ইলেকট্রনিক গেজেট ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করলো।  

সকল পরীক্ষার্থীদেরকে পরীক্ষা সেন্টারে মেটাল ডিরেক্টর মাধ্যমে চেক করা হবে। যেকোনো ছাত্র ছাত্রী স্মার্টফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পরলে তার সমস্ত পরীক্ষা সাথে এনরোলমেন্ট বাতিল করা হবে। এছাড়াও সেই ইলেকট্রনিক গেজেট সিজ করে সংসদের ডেপুটি সেক্রেটারীকে জানাতে হবে। সংসদ সভাপতি জানিয়েছে মোট ২১০০ পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সর্বপরি সংসদ পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করছে।

এছাড়াও, সংসদ নতুন সেশন ২০২৫-২০২৬ তে কয়েকটি নতুন সাবজেক্টের পঠনপাঠন শুরু করার নির্দেশ জারি করেছে। সেই নতুন সাবজেক্টগুলি সহ চালু সাবজেক্টগুলিককে নিয়ে ৩টি সেটে সাবজেক্ট কম্বিনেশনও নতুন সেশনে শুরু করার নির্দেশ দিলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

পড়ুন:  অন ডিউটি' প্রদান ও রেমুনারেশন বৃদ্ধির করতে হবে! মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে সমস্যা সমাধানের আর্জি শিক্ষকদের

নতুন সাবজেক্ট হিসেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স এক করে এআইডিএস সাবজেক্টের সূচনা করা হচ্ছে। এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিসারিজ এ্যান্ড এ্যাকোয়াকালচার, বাণিজ্য ও কলা বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য ম্যাথের তুলনায় আরও সহজ বিজনেস ম্যাথ এ্যান্ড বেসিক স্ট্যাটেটিকস, বেসিক ম্যাথামেটিকস এ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টগুলি শুরু করার নোটিশ দিলো কাউন্সিল।  

তবে সাবজেক্ট শুরু হলেও শিক্ষক নিয়োগ করার কোন পরিকল্পনা নেই শিক্ষা দপ্তরের। চালু সাবজেক্টগুলির সাথে রিলেটেড সাবজেক্ট টিচাররাই পাঠদান করবে বলে নির্দিষ্ট করা হয়েছে। যেমন এইডস সাবজেক্টটি কম্পিউটার সায়েন্সের শিক্ষক পড়াবেন। এছাড়াও, ইভিএসসি সাবজেক্ট বায়ো সায়েন্স বা ইএনভিএস বা কেমেস্ট্রির টিচার, ফিসারিজ সাবজেক্ট বায়ো সায়েন্স ও বাকি দুটি সাবজেক্ট গণিত শিক্ষকরা পড়াবেন। সাবজেক্ট অনুমোদনের জন্য আপাতত পার্ট টাইম টিচারদের কোয়ালিফিকেশন দেখিয়ে আবেদন করতে হবে। কিন্তু, স্কুলগুলি দীর্ঘ কয়েক যুগ উচ্চ মাধ্যমিক বিভাগে স্থায়ী বিষয় শিক্ষক না পেয়ে সমস্যায় পড়েছে। পরিচালন সমিতির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে ৩-৪ হাজার টাকা মাসিক বেতন দিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চলছে। আগামী সেশনে নতুন বিষয়গুলি শুরু হলেও ভর্তির ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা কতটা আগ্রহ দেখাবে সেটাও প্রশ্ন শিক্ষক মহলে। 

পড়ুন:  শিক্ষক নিয়োগ BPSC: নির্বাচনের আগে বড় ঘোষণা, ৮০ হাজার শিক্ষক পদে নিয়োগ করা হবে

এই নির্দেশিকায় সাধুবাদ জানিয়ে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সম্পাদক চন্দন গরাই বলেন, “বিষয় শিক্ষক নিয়োগ না করে বর্তমান শিক্ষক ও পার্ট টাইম শিক্ষকদের দিয়ে উচ্চ মাধ্যমিক বিভাগের পঠনপাঠন দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে, অবিলম্বে উচ্চ মাধ্যমিক স্তরে স্থায়ী বিষয় শিক্ষক নিয়োগ দরকার। এছাড়াও আমরা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাবজেক্ট Combination অনুযায়ী Computer Science ও computer Application সাবজেক্ট দুটি একই ক্যাটেগরিতে রাখায় এই সাবজেক্ট টিচারদের মধ্যে ও দুটি পোস্টে দুটি সাবজেক্ট টিচাররাই যাতে নিযুক্ত হতে পারে অর্থাৎ তাদের মধ্যে Transfer এর বাধা দূর করতে স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য আবেদন করবো । সাবজেক্ট দুটির টিচার ও পোস্ট সংখ্যা খুবই কম হওয়ায় তাদের মধ্যে বদলি হওয়া খুব দরকার।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments